করোনা আতঙ্কের জেরে বাতিল হলো ভারত এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ

  • আবারও খেলার জগতে প্রভাব ফেললো করোনা
  • এবার বাতিল হলো ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • ভারতে ক্রমশই ছড়াচ্ছে করোনা ভাইরাস
  • এই অবস্থায় খেলতে অস্বস্তি বোধ করছিলেন প্রোটিয়া ক্রিকেটাররা
     

Reetabrata Deb | Published : Mar 13, 2020 2:57 PM IST

করোনা ভাইরাসের আতঙ্কের জেরে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুটি ম্যাচ হবে দর্শক শূন্য গ্যালারিতে৷ কিন্তু ভয়ংকর গতিতে সংক্রমণ বেড়ে চলায় করোনা আতঙ্ক থেকে বাঁচতে এবার সিরিজের বাকি দুটি একদিনের ম্যাচ বাতিল করে দিল বিসিসিআই৷

আরও পড়ুনঃ অধরা বাংলার রঞ্জি জয়ের স্বপ্ন, প্রথমবারের জন্য ট্রফি জয় সৌরাষ্ট্রের

১৫ তারিখ লখনউ ও ১৮ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে যে ম্যাচগুলি হওয়ার কথা ছিল সেগুলি আর হবে না অর্থাৎ সিরিজই বাতিল, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিকে ধরমশালায় ম্যাচ ভেস্তে যাওয়ার পর ইতিমধ্যেই দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে রাঁচি পৌঁছেও গেছে ভারতীয় দল৷ বিমানের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের মাস্ক ব্যবহার করতে দেখা যায়৷

আরও পড়ুনঃ ঝুলে রইল কলকাতা ডার্বির ভবিষ্যৎ, ডার্বি পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর

এর মধ্যে করোনা ভাইরাসের জেরে আগেই আইপিএলও পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল অবধি৷ ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল ২০২০৷ কিন্তু ক্রমশ বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রকোপে ১৫ এপ্রিল অবধি পিছিয়ে দেওয়া হল এই মিলিয়ন ডলার ক্রিকেটিং ইভেন্ট ৷ এমনটাই জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে৷ ভারত সহ গোটা পৃথিবী জুড়ে করোনা যেভাবে দাপট দেখাচ্ছে তা নিয়ে আতঙ্ক চরম সীমায় পৌঁছেছে৷ স্বাস্থ্য সচেতনাতাই প্রাথমিক শর্ত মাথায় রেখেই এই বড় সিদ্ধান্তে সিলমোহর৷

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা, স্থগিত ইপিএলের সব ম্যাচ

করোনা আতঙ্ক থাবা বসিয়েছে সারা বিশ্বেi। তারই জেরে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্বের প্রায় সমস্ত জনপ্রিয়  ক্রীড়া প্রতিযোগিতা গুলি। ফুটবল থেকে শুরু করে ক্রিকেট কিংবা টেনিস সমস্ত খেলার সূচিতেই প্রভাব ফেলেছে নোভেল করোনা ভাইরাসের আতঙ্ক।

Share this article
click me!