U19 World Cup 2022: দলে করোনা আক্রান্ত ৬, তারপরও আইরিশদের হারিয়ে শেষ আটে টিম ইন্ডিয়া

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup 2022) করোনা ভাইরাসের (Coronavirus) থাবা। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক যশ ধুল (Yash Dhull)সহ আক্রান্ত ৬ জন। কোনও মতে দল গড়েও আয়ারল্যান্ডকে (Ireland) ১৭৪ রানে হারাল জুনিয়র টিম ইন্ডিয়া (Team India)। 

Asianet News Bangla | Published : Jan 20, 2022 6:26 AM IST / Updated: Jan 20 2022, 12:00 PM IST

দলের সহ ৬ জন প্লেয়ার করোনা আক্রান্ত (Covid Positive)। অতিমারি ভাইরাসের কবলে স্বয়ং অধিনায়কও। প্রথম একাদশ গড়তে রীতিমত হিমিসিম খেতে হয়েছে । ফিল্ডিংয়ের সময় মাঠে জল দেওয়ার লোকটুকু পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2022) দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে (Ireland) হারাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শুধু হারানোই নয়, ১৭৪  রানে বিশাল ব্যবধানে ম্যাচ জিতে প্রতিযোগিতার প্রথম দল হিসেবে শেষ আটের জায়গা পাকা করে ফেলল জুনিয়র টিম ইন্ডিয়া (Team India)। বুধবার আয়ারল্যান্ড ম্যাচের আগে জানা যায় ভারতীয় দলের অধিনায়ক যশ ধুল (Yash Dhull)সহ মোট ৬ দন ক্রিকেটার করোনা আক্রান্ত। বিসিসিআই (BCCI)বা আইসিসি (ICC)থেকে প্রথমে কিছু জানানোই হয়নি। যশ ধুলের জায়গায় নিশান্ত সিন্ধুকে (Nishant Sindhu) টস করতে যেতে দেখে সন্দেহ তৈরি হয়। তারপরই সামনে আসে ভারতীয় দলে করোনার থাবা বসানোর বিষয়টি। যদিও এরপর ম্যাচে প্রথমে ব্যাট করে ৩০৭ রান করে ভারত। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ১৩৩ রানে। 

টস ভাগ্যও  ম্য়াচে সাথ দেয়নি ভারতের। টাস হারলেও অনবদ্য শুরু করেন দুই ওপেনার অংকৃষ রঘুবংশী ও হরনুর সিং। ওপেনিং জুটিতে ১৬৪ রানের পার্টনারশিপ করেন দুইন তরুণ ক্রিকেটার। চোখ ধাঁঝানো একের পর এক শট বেরিয়ে আসে তাদের ব্যাট থেকে। প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান না পেলেও, দ্বিতীয় ম্য়াচে পুরোপুরি চেনা ছন্দে পাওয়া যায় হরনুর সিংকে। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন তিনি। অংকৃশ রঘুবংশী করেন ৭৯ রান। তাদের তৈরি করাল শক্ত ভিতের উপর ভরল করেই ৩০৭ রানের বিশাল স্কোর করে টিম ইন্ডিয়া। হরনুর ও অংকৃশ ছাড়াও রাজ বাওয়া করেন ৪২, নিশান্ত সিন্ধু করেন ৩৬, রাজবর্ধন করেন ৩৯ রান। ৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মতি ব্য়াবধানে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। ১৩৩ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন আয়ারল্যান্ডের স্কট ম্যাকবেথ। ভাররতের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন কৌশল তাম্বে, অনিশ্বর গৌতম ও গর্ভ সাংওয়ান। ১৭৪ রানে আইরিশদের হারানোর পর আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌছে গেল ভারত। 

 

আরও পড়ুনঃIND VS SA ODI:ব্যর্থ ধওয়ান-কোহলি-শার্দুলের লড়াই, প্রথম একদিনের ম্য়াচে ভারতকে ৩১ রানে হারাল দঃ আফ্রিকা

আরও পড়ুনঃTop 10 Fastest Delivery: ক্রিকেট ইতিহাসে সেরা ১০ 'আগুনে গতির' বল কারা করেছিলেন, চিনে নিন তাদের

দুরন্ত ক্রিকেট খেলে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল কোয়ার্টার ফাইনালে উঠলেও দলে কোভিড থাবা চিন্তায় রেখেছে বিসিসিআই আইসিসিকে। দলের ১৭ জন ক্রিকেটারের মধ্যে ৬ জনই করোা আক্রান্ত। আক্রান্তরা রয়েছে সকলেই রয়েছে আইসোলেশনে। আক্রন্তদের মধ্যে ২-১ জবনের সামান্য উপসর্গ থাকলেও বাকিদের কোন উপসর্গ নেই নেই। বিসিসিআই ও আইসিসির মেডিক্যাল দল তাদের স্বাস্থ্যের উপর সর্বক্ষণ নজর রাখছে। কিন্তু সমস্যা হল ভারতীয় দলে বাকি রয়েছে ১১ জন ক্রিকেটার। তাদের মধ্যেও কেউ যদি পজেটিভ হয়, তাহলে পরবর্তী ম্য়াচে দল নামানো সমস্যা হয়ে যাবে টিম ইন্ডিয়ার। 

Share this article
click me!