আর ঝামেলা নয়, ঋষভ পন্থের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন উর্বশী রাউটেলা, দেখুন ভাইরাল ভিডিও

Published : Sep 13, 2022, 11:18 PM IST
আর ঝামেলা নয়, ঋষভ পন্থের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন উর্বশী রাউটেলা, দেখুন ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

সম্প্রতি নানা কারণে এক অপরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা (Urvashi Rautela) ও টিম ইন্ডিয়ার (Team India) উইকেট রক্ষক ব্যাটসম্য়ান ঋষভ পন্থ (Rishabh Pant)। এবার পন্থের কাছে ক্ষমা চাইলেন উর্বশী।

পাকিস্তানের পেসার নাসিম শাহ ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলার সম্পর্ক নিয়ে জল্পনার মাঝেই ফের একবার ঋষভ পন্থকে নিয়ে মুখ খুললেন বলি অভিনেত্রী।  সম্প্রতি টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্য়ান ও উর্বশী রাউটেলার মধ্যে তু তু ম্যায় ম্যয় শুরু হয়েছিল। তবে জল অনেকটা ঘোলা হওয়ার পর বিষয়টিতে ইতি টানার জন্য  সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন ঋষভ পন্থ। আর এবার মুখ খুলে ঝামেলা না বারিয়ে সরসরি সম্পর্কের তিক্ততার জন্য ভারতীয় ক্রিকেটারের কাছে ক্ষমা চেয়ে নিলেন বলি অভিনেত্রী। যেই ভিডিও ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।

 

 

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে নাম না করে অভিনেত্রী দাবি করেছিলেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য আর পি নামের একটি ছেলে হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত। এমনকী দেখা না পেয়ে লাগাতার ফোনও করত। এছাড়াও উর্বশী রাউটেলা বলেছিলেন, একজন মানুষ তার সাথে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে, ফোন করেছে, বিষয়টি খারাপ লাগগে আমারর। পরে আমরা মুম্বইতে দেখা করিষ সেখানে সাংবাদিকরা ছবিও তোলে। যদিও আরপির পুরো নাম জানানি বলি অভিনেত্রী।এই বিষয়টি ভালোভাবে নেননি ঋষভ পন্থ। তিনি লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকারে কত মিথ্যা কথা বলে। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতির জন্য মানুষ কত তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুন। আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলার একটা সীমা থাকে।’ যদিও সেই পোস্ট পরে তিনি মুছে দেন। 

এমন প্রতিক্রিয়া দেখে পাল্টা নাম না করে জবাব দিতে দেরি করেননি উর্বশীও। পন্থের বোন বলে পোস্ট করারও জবাব দেন তিনি। বলিউড অভিনেত্রী লেখেন,'ছোটু ভাইয়ার ব্যাট বল নিয়ে খেলা করা উচিত। আমি কোনও মুন্নি নই যে বাচ্চা ছেলেপিলেকে নিয়ে বদনাম হব। রক্ষাবন্ধনের শুভেচ্ছা ভাইয়া। একজন মেয়ে চুপ আছে বলে সেই সুযোগটা নিও না' এরপর বিষয়টিতে ইতি টানার জন্য ফের এক ইনস্টা পোস্ট করেন পন্থ। তিনি লেখেন,'যেটা তোমার হাতে নেই, সেটা অহেতুক বাড়িয়ে লাভ নেই।' ফলে ভারতীয় তারকা ক্রিকেটা আর বিতর্ক চান না তা এই পোসেটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আর এবার ক্রিকেটারের কাছে কার্যত ক্ষমা চাইলেন উর্বশী। দু’হাত জোড় করে তাঁকে বলতে শোনা গেল,'আই অ্যাম সরি'। এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই উর্বশীকে ঋষভের সম্পর্কে কিছু বলতে বলা হয়। ওই প্রশ্নের উত্তরে প্রথমটায় খানিক অস্বস্তিতে পড়লেও পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে তাঁকে বলতে শোনা যায়,'আমি বলতে চাই যে… কী বলব আমি জানি না। আমি অ্যাম সরি'।   উর্বশীর ক্ষমা চাওয়ার পর এবার ঋষভ পন্থ কিছু বলেন কিনা সেটাই দেখার। 

আরও পড়ুনঃবিশ্বকাপ জয়ের ভাগ্য ফেরাতে সম্পূর্ণ বদলে যাচ্ছে টিম ইন্ডিয়ার জার্সি, দেখুন সেই ঝলক

আরও পড়ুনঃসেঞ্চুরি ও ডবল সেঞ্চুরি একই টেস্ট ম্য়াচে, দেখে নিন এমন কৃতিত্ব রয়েছে কত জন ব্যাটারের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত