সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ভারতীয় বোলারদের 'লাস্ট মিনিট সাজেশন' প্রসাদের

  • ইংল্যান্ডে কোয়ারেন্টাইনে রয়েছে টিম ইন্ডিয়া
  • ১৮ জুন থেকে শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
  • মেগা ফাইনালের আগে আত্মবিশ্বাসী বিরাট কোহলির দল
  • ভারতীয় বোলারদের টিপস দিলেন প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ
     

Sudip Paul | Published : Jun 5, 2021 10:06 AM IST

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড পৌছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১৮ জুন থেকে সাউদ্যাম্পটনে শুরু ফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাঠে যে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে বিরাট কোহলির দলকে, সেই কথা মানছেন প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে প্রথমবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে মরিয়া টিম ইন্ডিয়া। ফাইনাল ম্যাচে নামার আগে ভারতীয় দলকে টিপস দিলেন প্রাক্তন পেসার ও টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ

দীর্ঘ দিন বর্তমান ভারতীয় দলের একাধিক পেসারদের দায়িত্ব সামলিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। তাই মেগা ফাইনালের আগে ভারতীয় দলকে প্রসাদ পরামর্শ দিয়ে বোলারদের মধ্যে পার্টনারশিপ গড়ার কথা বলেছেন। প্রসাদের কথায়,'আমি তোমাদের জাভগাল শ্রীনাথের একটা উদাহরণ বলি। ওর বলে রান করা কঠিন হত, ফলে ব্যাটসম্যানরা আমার বলে মারতে যেত এবং আমি উইকেট পেয়ে যেতাম। আমি কিন্তু বিশেষ উইকেট শিকারি বোলার ছিলাম না। যেহেতু তিনি চাপটা তৈরি করতেন। এভাবেই নিজেদের মধ্যে পার্টনারশিপটা গড়ে তুলতে হবে। আপনাদের একে ওপরকে বুঝতে হবে। যখন বুমরাহ বল করবে, তখন তাঁকে আক্রমণ করার চেষ্টা করবেননা, কিন্তু চাপটা তৈরি করবেন।'

বর্তমানে সাউদ্যাম্পটনের রোজ বোল মাঠ সংলগ্ন টিম হোটেলে রয়েছেন ভারতীয় ক্রিকেট দল। সেখানেই তিন দিনের কঠিন কোয়ারেন্টাইনে থাকতে হবে গোটা দলকে। নিয়ম মেনে হবে করোনা পরীক্ষাও। তারপরই মিলবে অনুশীলনের অনুমতি। তবে অনুশীলনে নামার জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটার, তা তাদের ছবি শেয়ার থেকেই স্পষ্ট। তবে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে প্রসাদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল।

Share this article
click me!