বিরুষ্কার ঘরে এল লক্ষ্মী, শুভেচ্ছার বন্যায় ভাসলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক ও ফার্স্ট লেডি

Published : Jan 11, 2021, 04:46 PM ISTUpdated : Jan 11, 2021, 06:11 PM IST
বিরুষ্কার ঘরে এল লক্ষ্মী, শুভেচ্ছার বন্যায় ভাসলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক ও ফার্স্ট লেডি

সংক্ষিপ্ত

অপেক্ষার পব্রহর গুনছিল গোটা দেশ নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই এল সুখবর বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সেলেব্রেটি দম্পতি  

নতুন বছরে অপেক্ষায় ছিলেন দেশবাসী। অবশেষে এল সেই সুখবর। নচুন বছরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক  বিরাট কোহলি ও বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার পরিবারে এল নতুন অতিথি। ফুটফুটে কন্যা সন্তানের বাব-মা হলেন বিরুষ্কা। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে জন্ম গ্রহণ করল বিরাট-অনুষ্কার কন্যা সন্তান। আজ সকালেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আসেন অনুষ্কা এবং বিরাট। তার কিছু সময় পরই সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন বিরাট কোহলি। ট্যুইটে কোহলি লেখেন,'আপনাদের জানাতে চাই ‌এদিন বিকেলে আমাদের পরিবারে ফুটফুটে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এত ভালবাসা, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অনুষ্কা এবং সদ্যোজাত দু’‌জনেই ভাল আছে।' 

 

 

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের পরই দেশে ফিরে এসেছেন কোহলি৷ যা নিয়ে বিতর্কও কম হয়নি। বিরাটের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার। কিন্তু এমন সময় পরিবারের পাশে থাকার সিদ্ধান্তে অটল ছিলেন কোহলি। বছর শেষে দেশে ফিরে নতুন বছরে স্ত্রী’ অনুষ্কার সঙ্গে কাটান ভারত অধিনায়ক৷ তাদের একাধিক মিষ্টি মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় বারবার শেয়ার করেছেন বিরুষ্কা। আর সোমবার বিরুষ্কার পরিবারে নতুন অতিথি আসার পর বিসিসিআই-এর তরফে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট ম্যান ও ফার্স্ট লেডি’কে অভিনন্দন জানানো হয়৷

 

 

২০১৭ ডিসেম্বরে ইতালিতে এক রাজকীয় অনুষ্ঠানে বলি সেলেব অনুষ্কাকে বিয়ে করেন কোহলি৷ তারপর থেকে বলিউডে কম, ক্রিকেট মাঠে বিরাটের পাশে বেশি দেখা গিয়েছে অনুষ্কাকে৷ করোনা ভাইরাসের কারণে লকডাউনের সময় গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির আসার কথা জানান দুই তারকা। জানুয়ারি মাসে পরিবারে নতুন অতিথি আসছে সেই কথাও জানান বিরাট। অবশেষে দুই থেকে তিন হয়ে খুশি বিরুষ্কা।

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কবে শুরু হবে খেলা? ফ্র্যাঞ্চাইজিগুলিকে সম্ভাব্য তারিখ জানিয়ে দিল বিসিসিআই
IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, পরিবর্ত কে?