IND VS SA TEST: নতুন বছরের শুরুতেই শাস্তি কোহলি সহ ভারতীয় ক্রিকেট দলের

সেঞ্চুরিয়নে (Centurion) প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ১১৩ রানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তারপর নতুন বছরের পার্টিতে মাতে টিম ইন্ডিয়া (Team India)। এবার নতুন বছরের শুরুতে শাস্তির সম্মুখীন হল ভারতীয় দল।
 

Asianet News Bangla | Published : Jan 1, 2022 9:02 AM IST

সেঞ্চুরিয়ন টেস্টে (Cenurion Test) দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ডিন এলগারের  (Dean Elger) দলকে ১১৩ রানে হারিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) দল। ভারতীয় দলের দেওয়া ৩০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯১ রানে শেষ হয় প্রোটিয়া ব্রিগেডের ইনিংস। এই টেস্ট জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket team)। তারপরই বিজয় উল্লাসে মেতেছিল ভারতীয় দল। নতুন বছরও পার্টিও করেছে বিরাট কোহলি রোহিত শর্মারা। যেই ছবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে। কিন্তু নতুন বছরের শুরুতেই শাস্তির মুখে পড়তে হল অধিনায়ক বিরাট কোহলি সহ ভারতীয় ক্রিকেট দলের। একইসঙ্গে খোয়াতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পয়েন্টের খেসারত দিতে হল কোহলি ব্রিগেডকে।

প্রথম এশীয় দল হিসেবে সেঞ্চুরিয়নে টেস্ট জিতে নতুন ইতিহাস তৈরি করেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ম্য়াচ শেষের পরই ভারতীয় দলের বিরুদ্ধে উঠেছিল মন্থর বোলিংয়ে অভিযোগ। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রথম টেস্টের ম্য়াচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট ভারতের বিরুদ্ধে জরিমানার নির্দেশ দিয়েছেন। আইসিসি আচরণবিধির ২.২২ নম্বর ধারা অনুযায়ী প্রতি ওভার দেরি হলে জরিমানা হিসেবে সংশ্লিষ্ট দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। সেই সঙ্গে পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১ ধারা অনুযায়ী প্রতি বার মন্থর বোলিংয়ের জন্য দোষী প্রমাণিত হলে ১ পয়েন্ট করে কাটা হবে। সেই নিয়মে কোহলিদের ১ পয়েন্ট কাটা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে কোনও আবেদন জানায়নি বিরাট কোহলি।  

প্রসঙ্গত, সেঞ্চুরিয়ন টেস্টে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতী টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ওপেনিং করতে নেমে দুরন্ত শুরু করেন  দুই ওপেনার কেএল রাহুল।অর্ধশতরান করেন মায়াঙ্ক আগরওয়াল। শতরানের অনবদ্য ইনিংস খেলেন কেএল রাহুলও। প্রথম ইনিংসে ৩২৭ রান করে ভারতীয় দল। ৬ উইকেট নেন লুঙ্গি এনগিডি। জবাবে  দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৯৭ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৫২ রান করেন টেম্বা বাভুমা। ৫ উইকেট নেন মহম্মদ শামি। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিমসে ভারতীয় দল অলআউট হয়ে যায় ১৭৪ রানে। সর্বোচ্চ ৩৪ রান করেন ঋষভ পন্থ। প্রোটিয়াদের হয়ে ৪টি করে উইকেট নেন রাবাডা,জানসেন ও ২টি উইকেট দেন এনগিডি। প্রথম ইনিংসের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩০৫ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ১৯১ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া ব্রিগেড। ১১৩ রানে ম্য়াচ জেতে ভারত।

Read more Articles on
Share this article
click me!