ধরা-ছোঁয়ার বাইরে কোহলি! দলকে জেতালেন, বিরাট রেকর্ডে পিছনে পড়ল সবাই

Published : Aug 15, 2019, 01:54 PM IST
ধরা-ছোঁয়ার বাইরে কোহলি! দলকে জেতালেন, বিরাট রেকর্ডে পিছনে পড়ল সবাই

সংক্ষিপ্ত

প্রথম ব্যাটসম্যান হিসেবে একদশকে ২০০০০ রান করলেন বিরাট কোহলি। তার আগে এক দশকে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল রিকি পন্টিং-এর। এই তালিকায় ছয় নম্বরে আছেন সচিন তেন্ডুলকর। রেকর্ড গড়ার পাশাপাশি বিরাট দলকেও জেতালেন।    

প্রথম ব্যাটসম্যান হিসেবে একদশকে ২০০০০ রান করার রেকর্ড করলেন কোহলি। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্য়াচে ১১ ইনিংসের পর শতরান পেয়েছিলেন কোহলি। একবার শতরানের উপোস ভাঙার পর আর যাচ্ছে না তাঁকে। বুধবার তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচেও ৯৯ বলে ১১৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন। দলকে জেতালেন ৬ উইকেটে।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে কোহলির মোট রান হয়েছে ২০৫০২। ২০১০ সালের পর থেকে তাঁর ব্যাটে এসেছে ২০০১৮ রান। এর আগে ক্রিকেটের ইতিহাসে কোনও ক্রিকেটারই এক দশকে ২০০০০ রান করতে পারেননি। এতদিন এক দশকে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক রিকি পন্টিং-এর। ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে তিনি ১৮৯৬২ রান করেছিলেন।   

পন্টিং-এর পর এই তালিকায় আছেন জ্যাক কালিস, তিনি একই সময়ে ১৬৭৭৭ রান করেছিলেন। চার ও পাঁচ নম্বরে আছেন দুই শ্রীলঙ্কান মাহেলা জয়বর্ধনে (১৬৩০৪) ও কুমার সঙ্গাকারা (১৫৯৯৯)। আর সচিন তেন্ডুলকর ১৫৯৬২ রান নিয়ে রয়েছেন ছয় নম্বরে। তাঁর পরের স্থানে আছেন রাহুল দ্রাবিড়, ১৫৮৫৩ রান।

 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ ODI: ভাদোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিরাট এবং রোহিতকে বিশেষ সংবর্ধনা
Jammu and Kashmir Cricket: বিজয় মার্চেন্ট ট্রফিতে নয়া রেকর্ড গড়ল জম্মু-কাশ্মীর অনুরধ-১৬ ক্রিকেট দল