বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ক্যারিবিয় ছন্দে বিরাট ডান্স শো! সঙ্গী গেইল-কেদার, দেখুন ভিডিও

  • ওয়েস্টইন্ডিজ বনাম ভারত ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেস্তে গেল
  • ম্যাচ থেমে থাকা অবস্থায় স্থানীয় সুরে নাচলেন বিরাট কোহলি
  • যোগ দিলেন গেইল ও কেদার যাদব
  • গোটা ম্যাচে এছাড়া কোনও বিনোদন পেলেন না দর্শকরা

ওয়েস্টইন্ডিজ বনাম ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজে প্রথম ম্যাচে বারবার বৃষ্টি এসে থাবা বসালো। আর গোটা ম্যাচে একমাত্র বিনোদন বলতে গায়ানা পেল এক ভিন্নরূপের বিরাট কোহলিকে। বিশ্বকাপের পর প্রথম ওডিআই খেলতে নেমে বিরাট দারুণ ফুর্তিতে ছিলেন। বৃষ্টিতে ম্যাচ থেমে থাকা অবস্থায় স্থানীয় সুরে মাঠের মধ্যেই তাঁকে নাচতে দেখা গেল।

প্রভিডেন্স স্টেডিয়ামে টসের আগে থেকেই বৃষ্টি বারবার বাধ সেধেছে ম্যাচে।  দর্শকদের বিনোনের জন্য মাঠে গান চালিয়ে দেওয়া হয়। আর তার সুরেই নেচে উঠল বিরাটের পা। পরে তাঁর সঙ্গে যোগদ দিলেন তাঁর এক সময়ের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ ক্রিস গেইল এবং ভারতীয় দলের সতীর্থ কেদার যাদব। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মানুষ নাচ-গান খুবই পছন্দ করেন। বাজনার তালে তালে বিরাটের নাচ মাঠের দর্শকরা খুবই উপভোগ করেন।

Latest Videos

তবে এছাড়া দর্শকদের বিনোদনের মতো কিছু ছিলও না ম্যাচে। মাত্র ১৩ ওভার খেলা হয়েছে। ওয়েস্টইন্ডিজ শুধু গেইলের উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছিল। বৃষ্টির জন্য টসের আগেই প্রতি ইনিংস থেকে ৭ ওভার করে কাটা গিয়েছিল। তারপর ফের ভেজা মাঠে খেলা শুরু করতে দেরি হওয়ার কারণে খেলা কমে আসে ৩৪ ওভারে। বিরাট টসে জিতে ওয়েস্টইন্ডিজকেই ব্য়াট করতে পাঠান।

এভিন লুইস ও গেইলকে ভেজা আবহাওয়ায় ভালই চেপে ধরেছিলেন ভুবনেশ্বর ও শামি। কিন্তু ১৩ ওভার যেতে না যেতেই ফের বৃষ্টি নামে। তার ২ ওভার  আগে ৩১ বলে ৪ রান করে আউট হন গেইল। ঘন্টা খানেক অপেক্ষা করে আম্পায়াররা খেলা পরিতক্ত বলে ঘোষণা করেন। লুইস ৪০ ও হোপ ৬ রানে অপরাজিত ছিলেন।

 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral