বিরাটের কাছে হার স্টিভ স্মিথের, টেস্টের শীর্ষস্থান দখল করলেন কোহলি

  • বুধবার টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি
  • টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে বিরাট
  • ৯২৮ পয়েন্ট নিয়ে পেছনে ফেললেন স্টিভ স্মিথকে
  • প্রথম দশে আরও দুই ভারতীয় ব্যাটসম্যান

Prantik Deb | Published : Dec 4, 2019 10:04 AM IST

অ্যাজেস সিরিজে দুরন্ত ব্যাটিং করে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ স্থানটা ভারত অধিনায়ক বিরাট কোহলির থেকে ছিনিয়ে নিয়েছিলেন স্টিভ স্মিথ। এবার পালা কোহলির। দেশের মাঠে ব্যাট হাতে গোলাপি বিপ্লব করেছিলেন বিরাট। আর সেই শতরানটাই এবার তাঁকে পৌছে দিল টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে। বুধবার আইসিসি প্রকাশ করেছে তাদের টেস্ট ব়্যাঙ্কিং।  আর সেই তালিকা বলছে ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার নেতা। স্টিভ স্মিথকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন তিনি। বিরাটের রেটিং পয়েন্ট ৯২৮। অন্যদিকে স্মিথের রেটিং পয়েন্ট ৯২৩। 

 

 

আরও পড়ুন - একদিন নিশ্চই লারার রেকর্ড ভাঙার সুযোগ পাব, আক্ষেপের সুর ওয়ার্নারের গলায়

কোহলি ছাড়াও প্রথম দশে আছেন আরও দুই ভারতীয় ব্যাটসম্যান। ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন চেতেশ্ব পূজারা। অন্যদিকে ৭৫৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে অজিঙ্কে রাহানে। বোলারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। প্রথম দশে আছেন তিন ভারতীয় বোলার। পাঁচ নম্বরে আছেন বুমরা। নয় ও দশ নম্বরে আছেন আর অশ্বিন ও মহম্মদ সামি। 

 

 

আরও পড়ুন - এবার পরীক্ষার মুখে আজহারউদ্দিন, হায়দরাবাদে প্রস্তুতি শুরু ক্যারিবিয়ানদের

অল রাউন্ডারের তালিকায় এক নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডার। অল রাউন্ডারের তালিকায় প্রথম দশে আছেন দুই ভারতীয় ক্রিকেটার। দুই নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা। পাঁচ নম্বরে আছেন রবিচন্দ্র অশ্বিন। কোহলি এক নম্বরে উঠে এলেও স্টিভ স্মিথের কাছে চলতি বছরের সুযোগ রয়েছে শীর্ষ স্থান ফিরে পাওয়ারা। কারণ ডিসেম্বরেরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবেন স্টিভ স্মিথ। বিরাট টেস্ট আবার আগামী বছর মাঠে নামবেন। 

আরও পড়ুন - টি-২০ ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন নেপালের গৃহবধূ
 

Share this article
click me!