ওয়েস্ট ইন্জিজের (West Indies) বিরুদ্ধে শেষ টি২০ (T20) ম্য়াচের আগেই দল ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি২০ সিরিজেও খেলবেন না দুই তারকা ব্য়াটসম্য়ান। বিরাট ও পন্থকে বায়ো বাবল ব্রেক (Bio Bubble Break) দিল বিসিসিআই (BCCI)।
ওয়েস্ট ইন্ডিজর (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় টি২০ (T20)-তে ম্য়াচ উইনিং ইনিংস খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। দলের বিপদের সময় ইনিংসের রাশ ধরার পাশাপাশি ৪১ বলে ৫২ রানের দায়িত্বশীল ব্য়াটিং করেন বিরাট। একদিনের সিরিজে ৩ ম্য়াচে কোহলি করেছিলেন মাত্র ২৬ রান। প্রথম টি২০তেও বড় রান আসেনি বিরাটের ব্য়াটে। দ্বিতীয় টি২০-তে কোহলি রানে ফেরায় স্বস্তি পেয়েছিলেন বিরাট ও তার ভক্তরা। অপরদিকে, দ্বিতীয় টি২০-তে ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন ঋষভ পন্থ। ম্য়াচের সেরাও নির্বাচিত হন তিনি। কিন্তু দুই তারকা ক্রিকেটার রানে ফেরার পাশাপাশি ম্য়াচ উইনিং ইনিংস খেললেও রবিবার সিরিজের শেষ ও তৃতীয় টি২০ ম্য়াচে থাকছেন না বিরাট কোহলি ও ঋষভ পন্থ। শুধু তাই নয় শ্রীলঙ্কার (Sri Lanka)বিরুদ্ধেও টি২০ সিরিজে থাকছেন না বিরাট ও পন্থ।
দ্বিতীয় টি২০ ম্য়াচের আগেই জল্পনা তৈরি হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নাও খেলতে পারেন বিরাট কোহলি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি২০ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্না দুজনেই খেলবেন না, সেই আভাস পাওয়া যায়নি। জানা গিয়েছে, বিরাট কোহলি ও ঋষভ পন্থকে ১০ দিনের ছুটি দিয়েছে বিসিসিআই। সেই কারণেই ক্যারেবিয়ানদের বিরুদ্ধে শেষ ম্য়াচের আগেই জৈব দুর্গ ভেঙে বেরিয়ে যাচ্ছেন দুই তারকা। ৪ মার্চ থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে আগে তাদের আবার জৈব বলয়ে প্রবেশ করতে হবে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে সিরিজের শেষ ও নিয়মরক্ষার ম্য়াচ না খেলেই তাদের ছুটি দেওয়া হয়েছে। এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যেহেতু সিরিজ জেতা হয়ে গিয়েছে তাই দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। জৈবদুর্গের মধ্যে থাকার চাপ সামলানো ও সেই সঙ্গে ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা রাখার জন্য ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নিয়েছে বোর্ড।
আরও পড়ুনঃব্যর্থ গেল পুরান-পাওয়েলের লড়াই, ইডেনে রুদ্ধশ্বাস জয় পেল টিম ইন্ডিয়া
আরও পড়ুনঃরানে ফিরলেন বিরাট, বিধ্বংসী মেজাজে পন্থ, নিজেদের ইনিংস ও দলের জয় নিয়ে কী বললেন দুই তারকা
প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপের পর থেকে একটানা ক্রিকেট খেলছেন ঋষভল পন্থ। টানা বায়ো বাবলে থাকার ফলে প্লেয়ার মানসিক স্বাস্থ্যের উপক চাপ পড়ার কথা আগেও একাধিকবার উঠেছে। সেই কারণে ঋষভ পন্থকে বিশ্রাম দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা সফর থেকে টানা খেলে আসছেন কোহলি। টিম ম্যানেজমেন্ট হয়তো তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিতে চাইছে। তাহলে দুটো জিনিস হবে। এক, মার্চে নিজের শততম টেস্ট খেলার আগে বিরাট অনেক বেশি তরতাজা হয়ে নামতে পারবেন। দুই, বিরাট না থাকায় টি-টোয়েন্টি সিরিজে ঘুরিয়ে-ফিরিয়ে কয়েকজনকে দেখে নেওয়া যাবে। কারণ টি২০ বিশ্বকাপের আগে দলে একাধিক পরীক্ষা নিরীক্ষা করার কথ আগেই জানিয়ে রেখেছেন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।