- Home
- Sports
- Cricket
- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু সিরিজ জয় নয়, আন্তর্জাতিক টি২০-তে অনন্য রেকর্ডও গড়ল টিম ইন্ডিয়া
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু সিরিজ জয় নয়, আন্তর্জাতিক টি২০-তে অনন্য রেকর্ডও গড়ল টিম ইন্ডিয়া
- FB
- TW
- Linkdin
একদিনের সিরিজের পর টি২০ সিরিজও এক ম্য়াচ বাকি থাকতেই জিতে নিল ভারতীয় ক্রিকেট দল। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টি২০ ম্য়াচে রুদ্ধশ্বাস জয় পেল টিম ইন্ডিয়া। ৮ রানে ম্য়াচ জিতল রোহিত শর্মার দল।
ম্য়াচে প্রথমে ব্য়াট করে ২০ ওভারে ১৮৬ রান করে ভারতীয় দল। জোড়া অর্ধশতরান করেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি, ২৮ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋষভ পন্থ। এছাড়াও উল্লেখযোগ্য ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়র। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রস্টন চেজ।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও অনবদ্য ব্য়াটিং করেন দুই ক্য়ারেবিয়ান তারকা নিকোলাস পুরান ও রভম্য়ান পাওয়েল। ১০০ রানের পার্টানরশিপ ও জোড়া অর্ধশতরান করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ১৭৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ দল।
রুদ্ধশ্বাস ম্য়াচে শেষ ২ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। কিন্তু ১৯ তম ওভারে অনবদ্য বোলিং করেন ভুবনেশ্বর কুমার। ৪ রান দিয়ে তুলে নেন নিকোলাস পুরানের গুরুত্বপূর্ণ উইকেট। শেষ ওভারে ২ টি ছক্কা মারলেও ৮ রানে ম্য়াচ হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
এই ম্য়াচ জয়ের ফলে অনন্য নজির গড়ল ভারতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দেশ হিসেবে ১০০টি টি২০ ম্য়াচ জয়ের রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। প্রথম এই মাইলস্টোন গড়েছিল পাকিস্তান ক্রিকেট দল।
একইসঙ্গে ১০০টি টি২০ ম্য়াচের নজির গড়ার সঙ্গে সব ধরনের ক্রিকেটেও একশোটি জয়ের রেকর্ড হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের। টেস্ট , ওডিআইতে অনেক আগেই এই নজির গড়েছিল টিম ইন্ডিয়া। এবার ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটেও এই রেকর্ড গড়ল ভারত।
ভারতীয় ক্রিকেট দল ১০০ তম একদিনের ম্য়াচ জিতেছিল ১৯৯৩ সালের ২২ নভেম্বর। হিরো কাপের খেলায় মোহালিতে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। শতরান করেছিলেন বিনোদ কাম্বলি।
ভারতীয় ক্রিকেট দল একশো তম টেস্ট ম্য়াচ জিতেছিল ২০০৯ সালে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছিল সেই মাইলস্টোন ম্য়াচ। এম এস ধোনির দল দ্বীপ রাষ্ট্রকে ইনিংস ও ১৪৪ রানে হারিয়েছিল।
এবার ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্য়াটেও ১০০টি জয়ের রেকর্ড গড়ে ফেলল ভারতীয় ক্রিকেট দল। ২০২২ সালে ১৮ ফেব্রুয়াকি রোহিত শর্মার অধিনায়কত্বে ১০০ তম টি২০ ম্য়াচ জিতল টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে আগেই ৩-০ ব্যবধানে হরিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার ৩ ম্য়াচের টি২০ সিরিজেও এক ম্য়াচ বাকি থাকতেই ট্রফি জিতল মেন ইন ব্লুরা। রবিবার সিরিজের দ্বিতীয় ম্য়াচ।