ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড পৌছল ওয়েস্ট ইন্ডিজ দল

  • ৮ জুলাই ইংল্যান্ডে শুরু হতে চলেছে ঐতিহাসিক টেস্ট সিরিজ
  • লকডাউন পরবর্তী সময়ে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ
  • মঙ্গলবার ইংল্যান্ডে পৌছল মোট ১৪ জনের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
  • আগামী তিন সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্যারেবিয়ান দলের সদস্যদের
     

আগামী ৮ জুলাই ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দল। ওই দিন শুরু হতে চলেছে করোনা বা লকডাউন পরবর্তী সময়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে ক্যারেবিয়ানরা। করোনা মহামারীর জেরে গত মার্চ মাস থেকে বিশ্ব জুড়ে স্থগিত হয়ে গিয়েছিল সমস্ত ধরনের স্পোর্টিং ইভেন্ট। ফের কবে ক্রিকেট শুরু হবে তা নিয়ে সংশয়ে ছিলেন তাবড় তাবড় বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতেই   ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বায়ো-সিকিওর আবহে প্রস্তাবিত টেস্ট সিরিজ খেলার কথা ঘোষণা করে। সেই সিরিজ খেলতে মঙ্গলবার ইংল্যান্ডে পৌছল জেসন হোল্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল।

 

Latest Videos

 

আরও পড়ুনঃ১১ জুন ফিরছে লা-লিগা,চিনে নিন লিগের ইতিহাসে ১১ জন সর্বোচ্চ গোলদাতাকে

মোট ১৪ জন ক্রিকেটারের পাশাপাশি ১১ জন রিজার্ভ ক্রিকেটারকেও ইংল্যান্ডে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। বায়ো-সিকিওর পরিবেশে খেলা হবে বলেই বাইরের কেউ ক্রিকেটারদের সংস্পর্শে আসতে পারবেন না। তাই নেট বোলারের ভূমিকা পালন করা ছাড়াও কেউ চোট পেলে রিজার্ভ ক্রিকেটাররাই সেই খামতি পূরণ করবে বলে জানিয়েছে ক্যারেবিয়ান বোর্ডের কর্তারা। আলাদা আলাদা বিমানে ক্রিকেটারদের একত্রিত করার পর সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজ দল অ্যান্টিগা থেকে চাটার্ড বিমানে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার সকালেই তারা ম্যাঞ্চেস্টারে পৌঁছয়। ইংল্যান্ডে পৌছানোর পর তাদের আলাদা আলাদা বাসে দলে ভাগ করে নিয়ে যাওয়া হয় কোয়ারেন্টাইন সেন্টারে।

 

 

আরও পড়ুনঃ'স্টোকসের কেরিয়ার শেষ করে দেবে ধোনি'

আরও পড়ুনঃবিরাটদের বিরুদ্ধে স্লেজিং করতে চাই না,হঠাৎ কেন এই সিদ্ধান্ত অজি তারকার

পরবর্তী তিন সপ্তাহ ওল্ড ট্র্যাফোর্ডে কোয়ারান্টাইন ক্যাম্পে থাকবে। গোটা ওয়েস্ট ইন্ডিদ দল। তারপর গোটা দলের করা হবে স্বাস্থ্য পরীক্ষা। পরীক্ষার রিপোর্ট আসার পরই ক্যারিবিয়ান দল প্রথম টেস্টের জন্য হ্যাম্পশায়ারের উদ্দেশ্যে রওনা দেবে। প্লেয়ারদের সুরক্ষার কথা মেনে আইসিসির গাইডলাইন মেনে সমস্ত ব্যবস্থা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। প্লেয়ার, কোচ ও সাপোর্টিং স্টাফদের সুরক্ষা ও স্বাস্থ্য নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ইসিবি কর্তারা। দলের ক্রিকেটারদের রাখা হয়েছে সম্পূর্ণ সুরক্ষা বেষ্টনীতে। ফলে সব কিছু ঠিকঠাক থাকলে,আগামী মাসের ৮ তারিখের ঐতিহাসিক ম্য়াচে নামবে দুই দল। 

Share this article
click me!

Latest Videos

'মমতার নির্দেশেই BSF-এর সঙ্গে যৌথ অভিযানে যায় না এই পুলিশ' বিস্ফোরক দাবী Suvendu Adhikari-র
'Mamata Banerjee-কে আমি জেলে পাঠাবো!' Suvendu Adhikari-র চরম বার্তা! #shorts #shortsvideo
Rashifal 2025 : আজ একবার দেখেনিন, বছরের প্রথম দিনের সম্পূর্ণ রাশিফল | Ajker Rashifal | Astro Tips
'মিথ্যা মামলায় মহিলাদের জেল খাটিয়েছিল, মমতাকেও জেলে ঢোকাবো' পাল্টা শুভেন্দুর | Suvendu Adhikari
‘Bangladesh-এর বুদ্ধি চিরকালই একটু কম’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর | Dilip Ghosh News Today