বিরাটদের বিরুদ্ধে স্লেজিং করতে চাই না,হঠাৎ কেন এই সিদ্ধান্ত অজি তারকার

  • ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগেই শুরু স্ট্যাটিজি নির্ধারন
  • ভারতের বিরুদ্ধে স্লেজিং না করার সিদ্ধান্ত নিলেন ম্যাথু ওয়েড
  • অজি তারকা মনে করেন স্লেজিংয়ে পালটা সুবিধা হতে পারে ভারতের
  • চিনি নিজের খেলায় বেশি মনযোগ দিতে চান বলে জানিয়েছেন ওয়েড
     

Sudip Paul | Published : Jun 9, 2020 11:42 AM IST

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও, ঘোষিত হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের ক্রীড়াসূচি। শুধু চারটি না একটি অথবা দুটি মাঠে হবে গোটা সিরিজ তা নিয়ে একটু জটিলতা থেকে গিয়েছে। তবে সিরিজ শুরু হওয়ার প্রায় ৬ মাস আগে  থেকেই শুরু হয়ে গিয়েছে মাঠের ভিতরে ও বাইরে স্ট্র্যাটেজি নির্ধারন। আর হবেই না বা কেন? ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ বলে কথা। গত সফরে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজে জিতে ইতিহাস রচনা করেছিল বিরাট কোহলির ভারত। তবে এবারের অস্ট্রেলিয়া দল গত সফরের দলের থেকে অনেক বেশি শক্তিশালী। তাই সাবধানী ভারতও। সাবধানতা অবলম্বন করছে অস্ট্রেলিয়া দলও। গত সফরে ভারতীয় দলকে অস্ট্রেলিয়া দল কেনও তাদের স্বভাবজাতভাবে কোনও স্লেজিং করেননি তা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। অজি অধিনায়ক টিম পেইন বলেছিল এই ভারতীয় দল খুব শক্তিশালী। স্লেজিং করলে ওরাও পাল্টা জবাব দেবে, আর বিরাট কোহলিকে স্লেজিং করলে উল্টে তার সেরা পারফরমেন্স বেরিয়ে আসে। তাই রণনীতির অংশ হিসেবে স্লেজিং করিনি আমরা। এবার সিরিজ শুরুর অনেক আগেই অস্ট্রেলিয়া দলের সদস্য ম্য়াথু ওয়েড জানিয়ে দিলেন ভারতের সঙ্গে সিরিজ চলা কালীন তিনি স্লেজিং থেকে বিরত থাকবেন।

আরও পড়ুনঃ'স্টোকসের কেরিয়ার শেষ করে দেবে ধোনি'

আরও পড়ুনঃঅবশেষে ১৫ জুন থেকে খুলছে মোহনবাগানের গেট, খুশি সবুজ-মেরুণ সমর্থকরা

মাঠে স্লেজিং করার জন্য অন্য়ান্য একাধিক ক্রিকেটারের মত নাম রয়েছে ম্যাথু ওয়েডের। ইউকেটের পেছনে দাঁড়িয়ে হোক আর এমনি ফিল্ডিং করার সময় হোক স্লেজিম করে ব্যাটসম্যানকে বিব্রত করতে পছন্দ করেন ওয়েড। কিন্তু বিরাট কোহলির দলের বিরুদ্ধে তিনি স্লেজিং করবেন না বলে আগেভাগেই জানিয়ে দিলেন। কারণ হিসেবে ওয়েড বলছেন,'এই ভারতীয় দল খুবই শক্তিশালী। গতবার আমাদের হারিয়ে গিয়েছে। তাই ওদের বিরুদ্ধে স্লেজিং করলে, হিতে বিপরীত হতে পারে। স্লেজিং করেল পালটা ওদের অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে।' ভারত অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কেও মুখ খুলেছেন ম্যাথু ওয়েড। 'ভারত অধিনাযক যে ভাবে স্লেজিং করেন, সেই প্রসঙ্গে অজি তারকা বলছেন,' বিরাট মাঠে খুবই আক্রমণাত্বক অধিনায়কত্ব করেন। অ্যাগ্রেসিভ হলেও বিরাচ খুবই বুদ্ধির সঙ্গে মাঠে স্লেজিং করেন। ওর ভাষা প্রয়োগ ও শরীরী ভাষাতেও থাকে বিতর্কের ছোঁয়া। খুব একটা ঝামেলায় না জড়িয়ে বিপক্ষকে বিব্রত করার চেষ্টা করে বিরাট। তবে আমি এর মধ্যে এবার জড়াতে চাইনা। নিজের কেলার উপরই মনোনিবেশ করতে চাই।' ফলে গোটা অস্ট্রেলিয়া দল কী বাবছে তা তো ভবিষ্যত বলবে, কিন্তু দলের সদস্যের ইঙ্গিত থেকে পরিষ্কার ভারতকে নিয়ে যথেষ্ট সতর্ক ব্যগি গ্রিণরা। আসন্ন সিরিজে এক ইঞ্চিও জমি ছাডতে নারাজ টিম অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃগতির দুনিয়ায় ঝড় তোলা ছেড়ে নামী পর্ণ স্টার,জানুন রেনে গার্সির কাহিনি

Share this article
click me!