বাংলাদেশ মহিলা ক্রিকেটে ইতিহাস, বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে পেল প্রথম জয়

আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) -এর প্রথম জয় পেল বাংলদেশ মহিলা ক্রিকেট দল (Bangladesh Womens Cricket Team)। বিশ্বকাপে আবির্ভাবে প্রথম জয় পেল বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্য়াচে পাকিস্তানকে (Pakistan) ৯ রানে হারাল বাংলাদেশ মহিলা দল। 
 

বাংলাদেশের মহিলা ক্রিকেটের (Bangaldesh Womens Cricket) ইতিহাসে নতুন যুগের সূচনা হল।  আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Womens World Cup 2022) প্রথম জয় পেল বাংলাদেশ মহিলা দল। রুদ্ধশ্বাস ম্য়াচে পাকিস্তানকে ৯ রানে হারাল বাংলাদেশ। ১৯৯৯ সালে প্রথমবার পুরুষদের বিশ্বকাপে প্রথমবার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ পুরুষ দল। সেবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ের স্বা পেয়েছিল বেঙ্গল টাইগার্সরা (Bengal Tigers)। ২০২২ মহিলা ক্রিকেট বিশ্বকাপেও প্রথমবার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এক্ষেত্রে গ্রুপের তৃতীয় ম্যাচে প্রতিবেশী পাকিস্তানকে (Pakistan) হারিয়ে প্রথম জয়ের আনন্দ অনুভব করল বাংলাদেশ মহিলা দল (Bangladesh Womens Cricket Team)। বিশ্বকাপের মঞ্চে আবির্ভাবেই প্রথম জয় পেয়ে খুশি ফারগনা হক, শারমিন আখতার, নিগর সুলতানারা। 

এদিন ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিমেয় ২৩৪ রান তোলে। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলগত ইনিংস। ফরজানা হক ৭১, শর্মিন আখতার ৪৪ ও নিগার সুলতানা ৪৬ রান করেন। ৪১ রানে ৩টি উইকেট নেন পাকিস্তানের নাশরা সান্ধু। জবাবে ব্যাট করতে নেমে এক সময়ে পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ১৮৩। পাকিস্তানের ওপেনার সিদরা আমিন (Sidra Ameen) যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ মনে হয়েছে ম্য়াচ জেতা পাকিস্তানের সময়ের অপেক্ষা। সিদরা আমিন শতরানও করেন। কিন্তু ১৮৩ রানের পর কার্যত ধস নামে পাকিস্তান ব্যটিং লাইনআপে। ১০৪ রান করে রান আউট হন সিদরা আমিন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান করে পাকিস্তান। ৯ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। 

Latest Videos

 

 

বিশ্বকাপের আবির্ভাবেই প্রথম জয় পেয়ে বাংলাদেশ ক্রিকেটারদের জয়ের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। এই জয়কে বাংলাদেশ মহিলা ক্রিকেটের নতুন অধ্যায় শুরু বলে আখ্যা দেন অ্যান্যান্য ক্রিকেটাররা। ইতিহাসের পাতায় নাম লেখালেন অধিনায়ক অদিনায়ক নিগার সুলতানা।  এই ম্যাচ জেতাতে যিনি মুখ্য ভূমিকা নিয়েছেন, সেই ফাহিমা খাতুন বলে দিয়েছেন, এই জয়ের হাত ধরেই বাংলাদেশের মহিলা ক্রিকেটে পরিবর্তন আসবে। ফাহিমা এ দিন ৮ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ফাহিমা বলেছেন, ‘এটা বাংলাদেশের মহিলা ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য জয়। আমি আশা করব, এই জয় বাংলাদেশের মহিলা ক্রিকেটে বড় পরিবর্তন আনবে।’

Share this article
click me!

Latest Videos

ফের TMC Councilar-এর দাদাগিরি, বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর, মারধোর করে লুট দেড় লক্ষ টাকা
‘TMC-র জন্য West Bengal-এ Bangladeshi মৌলবাদীদের কোন বাধা নেই!’ তৃণমূলকে তোপ Adhir Ranjan Chowdhury
ভারতে কী আক্রমণের পরিকল্পনা পাকিস্তান-বাংলাদেশের? দু-দেশের বৈঠক নিয়ে প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর
Bangladesh-এর সঙ্গে সম্পর্ক খারাপের সুযোগ নিচ্ছে চিন-পাকিস্তান, বিস্ফোরক Naushad Siddhiqui
বাবার অপমানে এ কী বললেন শুভেন্দু? #shorts #suvenduadhikari #tmcvsbjp