আইসিসির অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশ, জায়গা পেলেন অধিনায়ক সহ ৩ ভারতীয় ক্রিকেটার

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup) ইংল্যান্ডকে (England) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তারপর আইসিসি (ICC) ঘোষণা করেছে প্রতিযোগিতার সেরা একাদশ। সেখানে জায়গা পেলেন টিম ইন্ডিয়ার (Team India)৩ ক্রিকেটার।
 

অনূর্ধ্ব ১৯ বিশ্ব বিশ্বকাপে (ICC U19 World Cup) দুরন্ত পারফরম্যান্স করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রতিযোগিতার শুরু থেকেই ব্যাটে-বলে অনবদ্য ফর্মে পাওয়া গিয়েছে যশ ধুল (Yash Dhull), রাজ বাওয়া (Raj Bawa), ভিকি ওস্তোওয়াল (Vicky Ostwal), রবি কুমাররা (Ravi Kumar)। গ্রুপ লিগ, নক আউট থেকে ফাইনাল অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল জুনিয়র টিম ইন্ডিয়া (Team India)। কোনও ম্য়াচেই প্রতিপক্ষকে খুব একটা লড়াই করার সুযোগ দেননি তারা। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও সহ জয় অর্জন করে পঞ্চমবারের জন্য আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। যা কিনা প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক। ৩ বার জিতে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের সৌজন্য জুনিয়র  বিশ্বকাপ ২০২২-এ আইসিসির গঠিত সেরা একাদশে (ICC best 11 team for u19 world cup 2022) জায়গা করে নিয়েছেন তিন জন ভারতীয় ক্রিকেটার।

অনূর্ধ ১৯ বিশ্বকাপ শেষ হতেই তাদের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেই দলের ভারতীয় দলের তিন জন ক্রিকেটারের মধ্যে জায়গা কলে নিয়েছেন অধিনায়ক যশ ধুল, অলরাউন্ডার রাজ বাওয়া ও স্পিনার ভিকি ওস্তাওয়াল। আইসিসিক সেরা দলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক যশ ধুলকে।  ২০২২ ছোটদের বিশ্বকাপে ব্য়াট হাতে মোট ২২৯ রান করেছেন যশ ধুল। অলরাউন্ডার রাজ বাওয়ার ধুলিতে রয়েছে ২৫২ রান ও ৯টি উইকেট, ভিকি ওস্তাওয়াল প্রতিযোগিতায় নিয়েছেন মোট ১২টি উইকেট।  আইসিসির তরফে এমন সম্মান পেয়ে আপ্লুত তিন ভারতীয় ক্রিকেটার।  এক  নজরে দেখে নিন আইসিসির ঘোষিত সেরা একাদশের তালিকা।

Latest Videos

আইসিসির ঘোষিত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশ-
যশ ধুল, রাজ বাওয়া, ভিকি অস্তোয়াল (ভারত), হাসিবুল্লা খান (উইকেটকিপার, পাকিস্তান) আওয়াইশ আলি (পাকিস্তান), তিয়াগু উইলি (অস্ট্রেলিয়া), ডেওল্ডাড ডেভিস (কক্ষিণ আফ্রিকা), টম প্রেস্ট, জস বাইডেন (ইংল্যান্ড), রিপন মণ্ডল (বাংলাদেশ), নূর আহমেদ (আফগানিস্তান)।

 

 

প্রসঙ্গত, ২০২২ সালে যশ ধুলের নেতৃত্বে পঞ্চমবারের জন্য ছোটদের বিশ্বকাপ জেতে ভারতীয় দল। ফাইনালে প্রথম ব্য়াট করে ১৮৯ রানে অলআউট হয়ে যায় ইংল্য়ান্ড দল। বল হাতে সর্বোচ্চ ৫ উইকেট নেন রাজ বাওয়া। ৪ উইকেট নেন রবি কুমার ও একটি উইকেট পান কৌশল তাম্বে। রান তাড়া করতে নেমে জোড়া অর্ধশতরান করেন শেইক রশিদ ও নিশান্ত সিন্ধু। বল হাতে কামাল দেখানোর পাশাপাশি ব্য়াট হাতে ৩৫ রানের ইনিংস খেলেন রাজ বাওয়া।  শেষ পর্যন্ত ১৪ বল বাকি থাকতে ৪ উইকেট পায় জুনিয়ার টিম ইন্ডিয়া। 
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury