জয় নিশ্চিত , বিরোধীদের জন্যে তিনটে বাছাই শব্দ প্রয়োগ করলেন অমিত শাহ

arka deb |  
Published : May 23, 2019, 04:39 PM IST
জয় নিশ্চিত , বিরোধীদের জন্যে তিনটে বাছাই শব্দ প্রয়োগ করলেন অমিত শাহ

সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনের গণনা প্রায় শেষের দিকে> বোঝাই যাচ্ছে বিজেপি ভারতবর্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের সরকার গড়তে চলেছে।   বিজেপি সুপ্রিমো অমিত শাহ নিজে গান্ধীনগরে প্রায় চার লাখ ভোটে এগিয়ে রয়েছেন। জয় অবশ্যম্ভাবী।

লোকসভা নির্বাচনের গণনা প্রায় শেষের দিকে বোঝাই যাচ্ছে বিজেপি ভারতবর্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের সরকার গড়তে চলেছে।  বিজেপি সুপ্রিমো অমিত শাহ নিজে গান্ধি নগরে প্রায় চার লাখ ভোটে এগিয়ে রয়েছেন। জয় অবশ্যম্ভাবী। এমন অবস্থাতেই বার্তা এল অমিত  শাহ-র তরফে। ছোট্ট একটা ট্যুইট। তাতেই অমিত হুল ফোটালেন প্রতিটি বিরোধীকে। আক্রমণ হানলেন কংগ্রেসের সদর দফতরে। শ্লেষ রইল বাকি বিরোধীদের জন্যেও।

অমিত শাহ এদিন ট্যুইটারে লেখেন এই ফল মিথ্যে অপপ্রচার ,আক্রমণ, ভিত্তিহীন অভিযোগের  বিরুদ্ধে এদেশের জনাদেশ উন্নয়ন আর দেশপ্রেমের  পাশে তোষণ , পরিবার আর জাতপাতের রাজনীতির কোনও জায়গা নেই, একথা আরও একবার বোঝা গেল।

খুব সহজেই বোঝা যাচ্ছে পরিবার বলতে গান্ধী পরিবার, জাতপাতের রাজনীতি বলতে মায়াবতীর রাজনীতি আর তোষণ বলতে মমতাকে সংখ্যালঘু তোষণের অভিযোগে বিঁধলেন তিনি।

PREV
click me!

Recommended Stories

'২৬-এ প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়', সাসপেন্ড হয়েই বিস্ফোরক হুমায়ুন কবীর
কেন সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর? খোলসা করে সবটা বললেন শুভেন্দু | Suvendu on Humayun Kabir