ফাইলের ভয়ে বিজেপি-তে যাচ্ছেন জ্যোতিপ্রিয়, চাঞ্চল্যকর দাবি অর্জুনের

  • এবার জ্যোতিপ্রিয় মল্লিককে অস্বস্তিতে ফেললেন অর্জুন সিংহ
  • খাদ্যমন্ত্রী বিজেপি-তে যাচ্ছেন বলে দাবি
  • অর্জুনকে পাল্টা জবাব জ্যোতিপ্রিয়র

এ দিনই দিল্লিতে মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়রা দাবি করেছেন, আগামী মাস থেকেই বিজেপি-তে যোগ দেওয়ার জন্য তৃণমূল বিধায়কদের লাইন লেগে যাবে বিজেপি অফিসে। 

দিল্লি থেকে যখন মুকুল রায়রা এই হুঁশিয়ারি দিচ্ছেন, তখন ফের বোমা ফাটালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। তাঁর দাবি, খুব শিগগিরই বিজেপি-তে যোগ দিতে চলেছেন খাদ্যমন্ত্রী এবং তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রীকে কটাক্ষ করে অর্জুন বলেন, "ফাইলের ভয়েই বালুদা (জ্যোতিপ্রিয় মল্লিক) বিজেপি-তে যোগ দেবেন। খুব শিগগিরই জানতে পারবেন।"

Latest Videos

এ দিনই উত্তর চব্বিশ পরগনায় দলের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন জ্যোতিপ্রিয়। মূল উদ্দেশ্যে ছিল জেলার দু'টি হাতছাড়া হওয়া কেন্দ্র বনগাঁ এবং ব্যারাকপুরের জন্য রণকৌশল ঠিক করা। এ ছাড়াও হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটি, ভাটপাড়ার মতো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে পুরসভাগুলি কার্যত বিজেপি দখল করে নিয়েছে, সেগুলি কী ভাবে রক্ষা করা যায় তা নিয়েই দলের মধ্যে আলোচনা করা। প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় নিজের বিধানসভা কেন্দ্রেই প্রায় কুড়ি হাজার ভোটে পিছিয়ে পড়েছেন জ্যোতিপ্রিয়। এই অবস্থায় তিনি বিজেপি-তে যোগ দিচ্ছেন বলে অর্জুনের দাবিতে স্বভাবতই অস্বস্তিতে পড়েছেন খাদ্যমন্ত্রী।

অর্জুনের দাবির জবাব দিতে গিয়ে জ্যোতিপ্রিয় বলেন, "কে কী বলছেন সেই কথার আমি উত্তর দেব না। ভবিষ্যতে দেখা যাবে। কী ফাইল আছে না আছে, পরে দেখা যাবে। আমাদের কাছেও ফাইল আছে, আমরাও সেগুলি বের করব।"

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন