২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন উত্তর মুম্বই-এর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী-অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএম প্রতিস্থাপনের দাবীতে এদিন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন ঊর্মিলা। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে এই ঘটনার কথা টুইট করে জানান তিনি। ঊর্মিলা লেখেন, মগথানে ইভিএম-এর ১৭সি ফর্মে প্রার্থীর স্বাক্ষরের সঙ্গে মেশিন নম্বরের কোনও মিল নেই। আর এই অভিযোগের ভিত্তিতেই কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।
প্রসঙ্গত, সময় যতই এগিয়েছে, ভোট গণনায় দেখা গিয়েছে, ভারতীয় জনতা পার্টির বর্তমান সংসদ-সদস্য গোপাল শেট্টীর প্রাপ্ত ভোট ২,০১,৭৬৭, যেখানে ঊর্মিলার প্রাপ্ত ভোট ৬৯,৩৭০। প্রথম থেকেই এই দুই প্রার্থীর লড়াইকে 'ফিল্মস্টার' এবং 'রোড স্টার'-এর লড়াই বলে আখ্যা দেওয়া হয়েছে। সেইসঙ্গে মনে করা হচ্ছে, বিজেপি এবং শিবসেনাই যৌথভাবে মুম্বই-এর ৬টি আসন দখল করবে।