নির্বাচনের ফলাফল - গণনা চলছে পোস্টাল ব্যালটের, পশ্চিমবঙ্গে কোথায় কে এগিয়ে

Published : May 23, 2019, 09:35 AM IST
নির্বাচনের ফলাফল - গণনা চলছে পোস্টাল ব্যালটের, পশ্চিমবঙ্গে কোথায় কে এগিয়ে

সংক্ষিপ্ত

শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোট গণনা। এখনও অবশ্য ইভিএম-এ হাত দেওয়া হয়নি। চলছে পোস্টাল ব্যালট গণনা।

শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোট গণনা। এখনও অবশ্য ইভিএম-এ হাত দেওয়া হয়নি। একনজরে দেখে নেওয়া যাক, পোস্টাল ব্য়ালটের গণনায় আপাতত পশ্চিমবঙ্গে কোথায় এগিয়ে

দার্জিলিং - রাজু বিস্ত (বিজেপি)
আলিপুরদুয়ার - জন বার্লা (বিজেপি)
বহরমপুর - অধীর চৌধুরি (কংগ্রেস)
মালদা দক্ষণ- মোয়াজ্জেম হোসেন (টিএমসি)
বারাসাত  - কাকলি ঘোষস দস্তিদার (টিএমসি)
যাদবপুর - মিমি চক্রবর্তী (টিএমসি)
বীরভূম - শতাব্দী রায় (টিএমসি)
বর্ধমান পূর্ব - সুনীল মন্ডল(টিএমসি)
মুর্শিদাবাদ - আবু হেনা (কংগ্রেস)
জঙ্গিপুর খলিলুর রহমান (টিএমসি)
হুগলী  - রত্না দে নাগ (টিএমসি)
বসিরহাট - নুসরত জাহান (টিএমসি)
কাঁথি - শিশির অধিকারি (টিএমসি)
তমলুক - দিব্যেন্দু অধিকারী (টিএমসি)
কৃষ্ণনগর  - কল্যান চৌবে (বিজেপি)
আসানসোল - বাবল সপ্রিয় (বিজেপি)
কলকাতা উত্তর - সুদীপ বন্দোপাধ্যায় (টিএমসি)
কলকাতা দক্ষিণ - মালা রায় (টিএমসি)
হাওড়া - প্রসূন বন্দোপাধ্যায় (টিএমসি)
ডায়মন্ডহারবার - নীলাঞ্জন রায় (বিজেপি)
ঘাটাল - দেব (টিএমসি)
ঝাড়গ্রাম - কুনাল হেমব্রম (বিজেপি)

 

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন