ত্রিপুরায় কি আবার ফুটতে চলেছে পদ্মফুল

Published : May 23, 2019, 01:42 PM IST
ত্রিপুরায় কি আবার ফুটতে চলেছে পদ্মফুল

সংক্ষিপ্ত

ত্রিপুরায় কি ক্ষমতা দখল করতে পারবে বিজেপি এর আগে ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতা দখল করেছিল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় লোকসভা আসনের সংখ্যা ২ 

২০১৯ সালের সপ্তদশ লোকসভা নির্বাচনে ত্রিপুরায় লড়াই হয়েছে মোট দুটি আসনে। ত্রিপুরার নিজস্ব জনজাতি থাকলেও দেশভাগের পর এই রাজ্যে বাংলা ভাষা-ভাষীর সংখ্যা অনেকটাই বেড়েছে। রাজ্যে তাঁরাই এখন সংখ্যাগরিষ্ঠ। তবে নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল পূর্ব ত্রিপুরা কেন্দ্রের লোকসভা নির্বাচনের দিন। ১৮ এপ্রিলের বদলে ওই কেন্দ্রে ভোটগ্রহণপর্ব অনুষ্ঠিত হয়েছিল গত ২৩ এপ্রিল।

প্রসঙ্গত, মাত্র এক বছরের খানিকটা বেশি সময় আগেই ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতা দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। সেইসঙ্গে তাঁদার সহযোগী হিসেবে ছিল জনজাতি ভিত্তিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (অাইপিএফটি)। বলাবাহুল্য, ত্রিপুরা থেকে বামফ্রন্ট-কে সরাতে 'মোদি ম্যাজিক'ই মুখ্য ভুমিকা পালন করেছিল। তাই প্রথম থেকেই বিজেপি-র পক্ষ থেকে দাবি করা হয়েছিল, রাজ্যের দুটি অাসনে সারা দেশের মধ্যে সবথেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে বিজেপি। 
 

PREV
click me!

Recommended Stories

এক বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে | TMC News | Viral News
পরকীয়ার বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে