পড়ল প্রথম উইকেট! সাসপেন্ড মুকুল-পুত্র, হাসছেন চাণক্য

arka deb | undefined | Updated : May 24 2019, 06:13 PM IST

সংক্ষিপ্ত


পড়ল প্রথম উইকেট।
বহিষ্কার করা হল বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়কে। 

পড়ল প্রথম উইকেট। লোকসভা ভোটের ফল বের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলবিরোধী মন্তব্যের জন্য বহিষ্কার করা হল বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়কে। গোটা ঘটনা ঘটল ঘণ্টা দুয়েকের মধ্য়ে

এ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যয় সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন দলে থেকে দলবিরোধী মন্তব্যের জন্যে  বীজপুরের বিধায়ককে বহিষ্কার করছে দল।  তৃণমূল নেত্রীর নির্দেশেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

বীজপুরের বিধায়ক ভোটের আগে দুই লক্ষ ভোটে ব্যাপাকপুরে জেতার হুমকি দিয়েছিলেন। কিন্তু সেই কেন্দ্রে তৃণমূলের দুই বারের জয়ী সাংসদ দীনেশ ত্রিবেদী পরাজিত হন। তারপরেই এদিন বাড়িতে সাংবাদিকদের ডেকে কথা বলেন শুভ্রাংশু।

Latest Videos

কি মন্তব্য় করেছিলেন মুকুল পুত্র? , “আমি ভুলে গেছিলাম বীজপুরটা আমার একার নয়। আমি যেমন এখানকার ভূমিপুত্র, আমার বাবা মুকুল রায়ও এখানকার ভূমিপুত্র। বাবার কাছে হেরে গেছি। মানুষ বেছে নিয়েছে বাবাকে।” এমনটাই মত দিয়েছিলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এক লক্ষ মুকুল রায় তৈরি করার বয়ানটিকে উড়িয়ে দিয়ে শুভ্রাংশু বলেন, “একটা মুকুল রায় গোটা তৃণমূলটাকে ভেঙে তছনছ করে দিল।”

এতেই চটেছে তৃণমূল সুপ্রিমো। এবার কোথায় যাবেন শুভ্রাংশু? উত্তরটা সকলের জানা।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার