পড়ল প্রথম উইকেট! সাসপেন্ড মুকুল-পুত্র, হাসছেন চাণক্য


পড়ল প্রথম উইকেট।
বহিষ্কার করা হল বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়কে। 

arka deb | Published : May 24, 2019 12:13 PM IST / Updated: May 24 2019, 06:13 PM IST

পড়ল প্রথম উইকেট। লোকসভা ভোটের ফল বের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলবিরোধী মন্তব্যের জন্য বহিষ্কার করা হল বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়কে। গোটা ঘটনা ঘটল ঘণ্টা দুয়েকের মধ্য়ে

এ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যয় সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন দলে থেকে দলবিরোধী মন্তব্যের জন্যে  বীজপুরের বিধায়ককে বহিষ্কার করছে দল।  তৃণমূল নেত্রীর নির্দেশেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

বীজপুরের বিধায়ক ভোটের আগে দুই লক্ষ ভোটে ব্যাপাকপুরে জেতার হুমকি দিয়েছিলেন। কিন্তু সেই কেন্দ্রে তৃণমূলের দুই বারের জয়ী সাংসদ দীনেশ ত্রিবেদী পরাজিত হন। তারপরেই এদিন বাড়িতে সাংবাদিকদের ডেকে কথা বলেন শুভ্রাংশু।

Latest Videos

কি মন্তব্য় করেছিলেন মুকুল পুত্র? , “আমি ভুলে গেছিলাম বীজপুরটা আমার একার নয়। আমি যেমন এখানকার ভূমিপুত্র, আমার বাবা মুকুল রায়ও এখানকার ভূমিপুত্র। বাবার কাছে হেরে গেছি। মানুষ বেছে নিয়েছে বাবাকে।” এমনটাই মত দিয়েছিলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এক লক্ষ মুকুল রায় তৈরি করার বয়ানটিকে উড়িয়ে দিয়ে শুভ্রাংশু বলেন, “একটা মুকুল রায় গোটা তৃণমূলটাকে ভেঙে তছনছ করে দিল।”

এতেই চটেছে তৃণমূল সুপ্রিমো। এবার কোথায় যাবেন শুভ্রাংশু? উত্তরটা সকলের জানা।

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul