ভোট দিলেন, তুললেন ভোট-সেলফি! অন্য মেজাজে ধরা দিলেন কিং কোহলি

  • চলছে লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোটগ্রহণ
  • হরিয়ানার ১০ কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে
  • গুরগ্রামের এক বুথে ভোট দিলেন ক্রিকেটার বিরাট কোহলি
  • দেশের সকলকে ভোট দেওয়ার জন্য আবেদনও জানালেন

লোকসভা নির্বাচন শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেচট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে আবেদন করেছিলেন, তরুণ প্রজন্মে ভোটদানে উৎসাহিত করতে। রবিবার লোকসভা নির্বাচন ২০১৯-এর ষষ্ঠ দফায় ভোট দিলেন বিরাট কোহলি। শুধু তাই নয়, বুথে রাখা ভোট-সেলফি তোলার জন্য ফ্রেমে দাঁড়িয়ে ছবিও তুললেন। আর তারপর দেশবাসীকেও ভোট দেওয়ার জন্য আবেদন করলেন।

এদিন হরিয়ানার ১০টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। গুরুগাঁও লোকসভা কেন্দ্রের ভোটার ভারত অধিনায়ক। এদিন তিনি সকাল সকাল দাদা বিকাশ কোহলিকে নিয়ে গুরুগ্রামের পাইনক্রেস্ট স্কুলে ভোট দিতে আসেন। ভোটারদের লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁকে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়। তবে পুরোটা সময় বিরাট ছিলেন বেশ খোশ মেজাজেই।

Latest Videos

Haryana: Team India Captain Virat Kohli after casting his vote at a polling booth in Pinecrest School in Gurugram pic.twitter.com/z3vzJvxWSp

— ANI (@ANI) May 12, 2019

 

এইবার অনেক বুথেই ভোট-সেলফি তোলার জন্য আলাদা করে কার্ডবোর্ডের ফ্রেম রাখা থাকছে। পাইনক্রেস্ট স্কুলের বুথে ভোট দিয়ে বেরিয়ে এসে বিরাটকেও সেই ফ্রেমের পিছনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। হাতের কাছে ভারত অধিনায়ককে পেয়ে অন্য ভোটারদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও ভোটগ্রহণ কেন্দ্রে কথা বলা বা ছবি তোলার খুব বেশি সুযোগ হয়নি।

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট কোহলি জানান, 'সবার এগিয়ে এসে ভোট দেওয়া উচিত। আমি সকলের কাছে তাই করতে আবেদন জানাচ্ছি।' পরে তিনি ভোটের কালি আঙুলে লাগানো অবস্থায় একটি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। সঙ্গে লিখেছেন, 'ভোট দেওয়া আপনার অধিকার ও দেশ গড়ার জন্য তা আপনার দায়িত্বও। যান ভোট দিয়ে আসুন।'

Voting is your right and responsibility towards nation building. Go vote. @ecisveep #GotInked pic.twitter.com/DVHY1r4WnA

— Virat Kohli (@imVkohli) May 12, 2019

 

আইপিএল-এ খুব খারাপ ফল করেছে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আপাতত কয়েকটা দিন খেলার মাঠ থেকে ছুটি পেয়েছেন বারত অধিনায়ক। অবশ্য বেশিদিন নয়, কারণ সামনেই ভারতীয় দল উড়ে যাবে ইংল্যান্ডে। আসছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। তার আগে বিরাট দেখিয়ে দিলেন মাঠের মতো মাঠের বাইরে নাগরিক হিসেবে কর্তব্যে কখনও গাফিলতি করেন না তিনি।

 

Share this article
click me!

Latest Videos

'পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ঢোকার ব্যবস্থা করছে কারা?' লোকসভায় ফাঁস করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
Dilip Ghosh: 'এবার হিন্দুদের উপর অত্যাচার করলে নবান্ন ঘেরাও করব', বড় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
‘কী সাহস! ভিডিওতে বলছে অনুমতি দিলে সব Hindu-দের দেখে নেব!’ মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai