চড়া রোদ, ভ্যাপসা গরমেই হবে গণনা, স্বস্তির খবর দিতে পারল না হাওয়া অফিস

  • বৃহস্পতিবারও কমবে না গরম
  • আর্দ্রতা বেশি থাকার কারণে থাকবে অস্বস্তি
  • বিকেলের দিকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা

ভোটের ফলের প্রকাশের উত্তেজনা তো থাকবেই, তার সঙ্গে থাকবে প্রবল গরমও। কড়া রোদে ঘেমে নেয়ে একসা হয়েই ভোটের ফলের টেনশন সইতে হবে রাজনৈতিক দলের প্রার্থী থেকে কর্মীদের। আমজনতাও টেনশনে থাকবে, কিন্তু তাদের কাছে এই টেনশন অনেকটা ফাইনাল ম্যাচের ফল বেরনোর মতো। কিন্তু তাঁরাও যে একটু স্বস্তিতে এই হাইভোল্টেজ ম্যাচের চূড়ান্ত ফলটা উপভোগ করবেন, সে আশা নেই বলেই জানিয়ে দিচ্ছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ বুধবার সারাদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তার চরমে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবারও এই আবহাওয়ায় পরিবর্তনের কোনও পূর্বাভাস এখনও নেই। ফলে, প্রবল গরমের মধ্যেই সুষ্ঠুভাবে ভোট গণনার সম্পন্ন করার চ্যালেঞ্জও নিতে হবে ভোটকর্মী এবং রাজনৈতিক দলের কর্মীদের। তবে একটাই সুখবর দিয়েছেন আবহবিদরা, সন্ধের দিকে গাঙ্গের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দিনের বেলা প্রবল অস্বস্তি থাকবে বলেই সতর্ক করেছেন হাওয়া অফিসের কর্তারা। 

Latest Videos

ভোট গণনা মানেই সকাল থেকে গণনা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকেন হাজার হাজার রাজনৈতিক দলের সমর্থক। প্রবল গরমের মধ্যেই কাঙ্খিত ফলের জন্য তাঁদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে। নিজের দলের প্রার্থীর বহু প্রতীক্ষিত জয় এলে হয়তো গরমের কষ্ট অনেকটাই লাঘব হবে। কিন্তু উল্টোটা হলে হারের ধাক্কার সঙ্গে গরমের দাপট, দুইয়ে সম্মিলিত প্রভাবে যথেষ্ট কাহিল অবস্থা হবে পরাজিত শিবিরের কর্মী-সমর্থকদের!
 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh