সকাল সকাল ভোট দিয়ে কী বললেন যোগী আদিত্যনাথ

swaralipi dasgupta | undefined | Published : May 19, 2019 8:55 AM

সংক্ষিপ্ত

  • সপ্তম তথা শেষ দফার ভোট নিয়ে সরগরম সারা দেশ।
  • মোট ৫৯ আসনে ভোট আজ। আজই অন্তিম ভাবে ভাগ্য নির্ধারণ হবে, কোন রাজনৈতিক দল কটা আসনে জয়ী হবে।
  • এই দিনে সকাল সকাল ভোট দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

সপ্তম তথা শেষ দফার ভোট নিয়ে সরগরম সারা দেশ। মোট ৮ টি রাজ্যের ৫৯ আসনে ভোট আজ। আজই অন্তিম ভাবে ভাগ্য নির্ধারণ হবে, কোন রাজনৈতিক দল কটা আসনে জয়ী হবে। এই দিনে সকাল সকাল ভোট দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

ভোট দিয়ে বেরিয়ে সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, গণতন্ত্রের  উৎসবে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। 

Latest Videos

বিজেপির ফলাফল সম্পর্কে যোগী বলেন, বিজেপি একাই এবার ৩০০--র বেশি আসন পাবে। অন্যদিকে এনডিএ জোট পাবে ৪০০-র বেশি আসন। উত্তরপ্রদেশে বিজেপি একা মোট ৭৪-এর বেশি আসন পাবে। 

যোগী বলেন, মানুষ ঠিক করে নিয়েছে তাঁরা উন্নয়নের কথা মাথায় রেখেই বিজেপি-কে ভোট দেবেন।  গোরক্ষপুরের ২৪৬ নম্বর বুথে ভোট দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 

পশ্চিমবঙ্গের ভোট প্রসঙ্গে যোগী এদিন বলেন, সমস্যা হতে পারে এই আশঙ্কায় কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। 

ইতিমধ্যেই সকাল সকাল ভোট দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 

Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill