চলচ্চিত্র উৎসবে স্বর্ণযুগের ইতিহাস, একশো বছর আগের কলকাতা নিয়ে তথ্যচিত্র প্রকাশ্যে

Published : Nov 16, 2019, 06:41 PM IST
চলচ্চিত্র উৎসবে স্বর্ণযুগের ইতিহাস, একশো বছর আগের কলকাতা নিয়ে তথ্যচিত্র প্রকাশ্যে

সংক্ষিপ্ত

কলকাতার স্বর্ণযুগের ইতিহাস নিয়েই তৈরি হল তথ্যচিত্র ছবির পরিচালনা করেছেন পৌলমী আড্ডি চলচ্চিত্র উৎসবেই দেখানো হল এই তথ্যচিত্র ২২ মিনিটের এই ছবি সকলের মুখে এক কথায় প্রশংসিত

২০১৯ নভেম্বর মাসেই বাংলা চলচ্চিত্র একশো বছর পুর্ণ করল। সেই উপলক্ষ্যেই একাধিক বার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতা। এই বছরই কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৫তম বর্ষ। এবার সেই চলচ্চিত্র উৎসবেই দেখানো হল কলকাতার স্বর্ণযুগের ইতিহাস। কীভাবে সাদা কালোর মোড়ক ছেড়ে ধীরে ধীরে কলকাতার ছবি রঙিন হয়ে উঠল, তারই গল্প বলল এই তথ্যচিত্র। 

তথ্যচিত্রটি তৈরি করেছে একদল পড়ুয়া। যাঁদের মিডিয়া কিংবা চলচ্চিত্র জগতের কোনও কারিগরিগত শিক্ষা নেই। ফলে ছবি তৈরি করতে প্রতি মুহুর্তেই বেগ পেতে হয় তাঁদের। ২২ মিনিটের এই তথ্যচিত্রে সকলের নজর কেড়ে তুলে ধরা হয়েছে পুরোনো সেই দিনের কথা। পথ চলাটা যেমন ছিল না সহজ, তেমনই এই দীর্ঘ যাত্রাকে কয়েকমুহুর্তের ফ্রেমে বন্দী করতেও সমস্যায় পড়তে হয়েছে তাঁদের।

এই ছবিতে পাথুরিয়াঘাটার মল্লিকদের ইতিহাসই সুতে ধরা হয়েছে। ছবির পরিচালক পৌলমী আড্ডির কথায়, এই ছবিটি তৈরি করতে গিয়ে অনেক কিছু শিখেছি। সঠিক সহচর্য ও সহযোগীতার দ্বারাই সম্ভব হয়েছে এই ছবিটিতে যত্ন সহকারে উপস্থাপনা করা। কলকাতার পরবর্তী জেনারেশনের কাছে এই ইতিহাস তুলে ধরার জন্যই নেওয়া হয়েছিল এই প্রয়াস। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?