চলচ্চিত্র উৎসবে স্বর্ণযুগের ইতিহাস, একশো বছর আগের কলকাতা নিয়ে তথ্যচিত্র প্রকাশ্যে

  • কলকাতার স্বর্ণযুগের ইতিহাস নিয়েই তৈরি হল তথ্যচিত্র
  • ছবির পরিচালনা করেছেন পৌলমী আড্ডি
  • চলচ্চিত্র উৎসবেই দেখানো হল এই তথ্যচিত্র
  • ২২ মিনিটের এই ছবি সকলের মুখে এক কথায় প্রশংসিত

২০১৯ নভেম্বর মাসেই বাংলা চলচ্চিত্র একশো বছর পুর্ণ করল। সেই উপলক্ষ্যেই একাধিক বার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতা। এই বছরই কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৫তম বর্ষ। এবার সেই চলচ্চিত্র উৎসবেই দেখানো হল কলকাতার স্বর্ণযুগের ইতিহাস। কীভাবে সাদা কালোর মোড়ক ছেড়ে ধীরে ধীরে কলকাতার ছবি রঙিন হয়ে উঠল, তারই গল্প বলল এই তথ্যচিত্র। 

তথ্যচিত্রটি তৈরি করেছে একদল পড়ুয়া। যাঁদের মিডিয়া কিংবা চলচ্চিত্র জগতের কোনও কারিগরিগত শিক্ষা নেই। ফলে ছবি তৈরি করতে প্রতি মুহুর্তেই বেগ পেতে হয় তাঁদের। ২২ মিনিটের এই তথ্যচিত্রে সকলের নজর কেড়ে তুলে ধরা হয়েছে পুরোনো সেই দিনের কথা। পথ চলাটা যেমন ছিল না সহজ, তেমনই এই দীর্ঘ যাত্রাকে কয়েকমুহুর্তের ফ্রেমে বন্দী করতেও সমস্যায় পড়তে হয়েছে তাঁদের।

Latest Videos

এই ছবিতে পাথুরিয়াঘাটার মল্লিকদের ইতিহাসই সুতে ধরা হয়েছে। ছবির পরিচালক পৌলমী আড্ডির কথায়, এই ছবিটি তৈরি করতে গিয়ে অনেক কিছু শিখেছি। সঠিক সহচর্য ও সহযোগীতার দ্বারাই সম্ভব হয়েছে এই ছবিটিতে যত্ন সহকারে উপস্থাপনা করা। কলকাতার পরবর্তী জেনারেশনের কাছে এই ইতিহাস তুলে ধরার জন্যই নেওয়া হয়েছিল এই প্রয়াস। 

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today