করোনার কোপে গৃহবন্দি অর্জুন, প্রতি পদে অনুভব করছেন মায়ের অভাব, দিলেন খোলা চিঠি

Published : Mar 26, 2020, 02:11 PM ISTUpdated : Mar 26, 2020, 02:24 PM IST
করোনার কোপে গৃহবন্দি অর্জুন, প্রতি পদে অনুভব করছেন মায়ের অভাব, দিলেন খোলা চিঠি

সংক্ষিপ্ত

করোনার কোপে ২১ দিনের লক ডাউন গৃহবন্দি রয়েছেন বলিউড তারকারাও এমনই পরিস্থিতিতে মায়ের অনুপস্থিতি অনুভব করছেন অর্জুন নেট দুনিয়ায় মাকে দিলেন খোলা চিঠি   

করোনার প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে বিশ্ব জুড়ে। ভারতও সেই তালিকায় নাম লিখিয়েছে। এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫। ইতিমধ্যেই দেশে করোনার কোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। এমনই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনো যাবে না। ফলে সকলেই এক প্রকার গৃহবন্দি। 

আরও পড়ুন-লকডাউনে কলকাতা পুলিশকে কুর্নিশ মিমির, টুইট ভিডিওতে ধন্যবাদ অভিনেত্রীর

তারকা প্রথম থেকেই নিজেদের ঘরে বন্দি করে নিয়েছেন। কেউ করছেন শরীর চর্চা, কেউ আবার গল্প, নাচ, গান করেই সময় কাটাচ্ছেন। এমনই পরিস্থিতিতে এক একটা পরিবারে উঠে আসছে এক এক গল্প। কোথাও সেলিব্রিটিরা সতর্ক করতে ব্যস্ত, কেউ পরিবারের সঙ্গে কাটাচ্ছেন একান্তে সময়। এমনই অবস্থায় মায়ের অভাব তারিয়ে নিয়ে বেড়াচ্ছে অর্জুন কাপুরকে। বনি কাপুরের প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন আট বছর আগে। 

 

 

আরও পড়ুন-'সেলুলয়েডে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে', নিম্মিকে শেষ শ্রদ্ধা ঋতুপর্ণার

বনি কাপুরের প্রথম পক্ষের দুই সন্তান, অর্জুন কাপুর ও অংশুলা। দুজনেই এখন মায়ের অনুপস্থিতি অনুভব করছেন। বাড়িতে গৃহবন্দি, এমন সময় যদি মা-কে কাছে পাওয়া যেত, নেট দুনিয়ায় আবেগঘন পোস্ট অর্জুনের। যখন মায়ের প্রয়োজন ছিল থাকতে পারেননি অর্জুন কাপুর। কিন্তু আজ ২১ দিন গৃহবন্দি। প্রতিটা মুহূর্তে সেই স্মৃতি তারিয়ে নিয়ে বেড়াচ্ছে তাঁদের। নেট দুনিয়ায় পোস্ট করলেন অর্জুন। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?