শ্যুটিং সেটেই ধস্তাধস্তি-মারপিঠ, অক্ষয়-রোহিতের হাতাহাতির ভিডিও মুহুর্তে ভাইরাল

Published : Nov 13, 2019, 02:47 PM IST
শ্যুটিং সেটেই ধস্তাধস্তি-মারপিঠ, অক্ষয়-রোহিতের হাতাহাতির ভিডিও মুহুর্তে ভাইরাল

সংক্ষিপ্ত

শ্যুটিং ফ্লোরেই এ কী হাল হল পরিচালক অভিনেতার মুহুর্তে বেঁধে গেল মারপিঠ পাশ থেকে সকলে এসে থামালেন লড়াই মুহুর্তে ভাইরাল ভিডিও নেট দুনিয়ায়

একের পর এক ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত অক্ষয় কুমার। চলতি বছরে মোট তিনটি ছবি তাঁর মুক্তি পেয়েছে। আর তিনটি ছবিই বক্স অফিসে এক কথায় হিট। বিভিন্ন ধরনের চিত্রনাট্যের সঙ্গে যে একই তালে বাজিমাত করার ক্ষমতা রাখে অক্ষয় কুমার, সেই নজিরই যেন বারংবার তুলে ধরেছেন তিনি পর্দায়।

একদিকে যেমন তিনি হাউসফুল ছবির সিক্যুয়েল নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন, তেমনই অন্যদিকে পরবর্তী কোন ছবিতে কাজ করবেন সেই দিকে দিয়েছিলেন কড়া নজর। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। এখানেই শেষ নয়, হাউসফুল ছবির কাজ শুরু হওয়ার আগেই তিনি পরবর্তী ছবির প্রস্তাব গ্রহণ করেছিলেন। ছবির নাম সূর্যবংশী। হাউসফুল ৪ মুক্তির পরই সেই ছবির কাজে নেমে পড়েছেন অক্ষয় কুমার ও ছবির পরিচালক রোহিত শেট্টি। 

 

 

তবে শ্যুটিং সেটে এ কী হাল দল অভিনেতা ও পরিচালকের। রীতিমত হাতাহাতি লেগে গেল দুই তারকার। কেমন এমনটা হল! নাহ, সত্যি দুজনের মধ্যে কোনও মনোমালিন্য নয়, বরং একটি খবরকে কেন্দ্র করেই ছোট খাটো যুদ্ধ চালালেন দুজনেই। যেখানে রেফারি ছিলেন ক্যাটরিনা ক্যাইফ। মজার ছলে লড়াইয়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল। 

PREV
click me!

Recommended Stories

শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা
অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?