একেই বলে হাউসফুল, ২০ দিনে ২০০ কোটির ক্লাবে অক্ষয় কুমার

  • ২০ দিনেই বাজিমাত করলেন অক্ষয় কুমার
  • হাউসফুল-এর সিক্যুয়েল ২০০ কোটির ক্লাবে
  • ওয়ার ঝড়কে উপেক্ষা করা হাউসফুল ছবি
  • অনবদ্য গ্লপেই মাতলেন দর্শকেরা

দীপাবলির মুক্তিতে আবারও বাজিমাত করলেন অক্ষয় কুমার। না, কেবল অক্ষয় কুমার নন, হাউসফুল যখন ছবির নাম তখন তা ঘিরে দর্শকদের খানিক কৌতুহল যে তুঙ্গে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। হাউসফুল ছবির চতুর্থ সিক্যুয়েন্সেও তার ব্যাতিক্রম রইল না। ছবি মুক্তির পর থেকেই বিপুল সাড়া মিলে ছিল দর্শকদের পক্ষ থেকে। প্রথম দিনেই ত্রিশ কোটির ব্যবসা করেছিল এই ছবি। 

সারা দেশ জুড়েই এই ছবি হাউসফুল ছিল প্রথম থেকেই। বিশেষ করে ব্যবসা করে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান এবং গুজরাতে। সেই ছবিই এবার ২০ দিনের মাথায় ছক্কা হাঁকালো বক্স অফিসে। চলতি বছর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অক্ষয় কুমার। কেশরী, মিশন মঙ্গল এবং হাউসফুল ৪। তবে এই ছবি বিশেষত্বই হল এর কৌতুক চিত্রনাট্য। অনবদ্য অভিনয় করেন রীতেশ দেশমুখ, ববি দেওল, কৃতী স্যানন, কৃতী খরবন্দা, পূজা হেগড়ে এবং চাঙ্কি পান্ডে।

Latest Videos

 

 

গল্পে যেমন ছিল টানটান উত্তেজনা, তেমনই ছিল অভিনয়। দীপাবলির মুরশুমে একাই ছক্কা হাঁকিয়েছে এই ছবি। সামনে ছিল ওয়ার ছবির ঝড়। তাকে উপেক্ষা করেই সেরার তালিকায় নাম তুলল হাউসফুল ৪। মঙ্গলবার পর্যন্ত এই ছবি ব্যবসা করেন ২০০.৫৮ কোটি টাকা। ২৫ অক্টোবর মুক্তি পেয়েছিল এই ছবি। 

Share this article
click me!

Latest Videos

মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC