২৫ কোটি, পিপিই-র পর এবার মুম্বই পুলিশের পাশে অক্ষয়, করলেন ২ কোটির অর্থসাহায্য

Published : Apr 28, 2020, 09:38 AM IST
২৫ কোটি, পিপিই-র পর এবার মুম্বই পুলিশের পাশে অক্ষয়, করলেন  ২ কোটির অর্থসাহায্য

সংক্ষিপ্ত

করোনা ঠেকাতে পথে নেমেছে পুলিশ মানুষকে সচেতন করে তুলতে ততপর প্রশাসন প্রথম সারিতে দাঁড়িয়ে যাঁরা কাজ করছেন আজ তাঁরাই করোনায় আক্রান্ত মুম্বই পুলিশের পাশে এবার অক্কি

করোনা মোকাবিলাতে সামিল গোটা বিশ্ব। কারুর লড়াই বাড়ির চার দেওয়ালের মধ্যে। কারুর লড়াই আবার বিপদের মুখে রুখে দাঁড়িয়ে। আর সেই প্রথম সারির যোদ্ধারাই আজ করোনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছে। বিশ্ব জুড়ে ডাক্তার ও পুলিশের আক্রান্তের খবর উঠে আসছে। গোটা দেশকে যখন বাড়ির মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক তখনই বাড়র বাইরে থেকে পাহারারত পুলিশ। 

আরও পড়ুনঃবাংলা বললেন 'অ্যাভেঞ্জার্স'র থর, ডিজিটাল দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে

করোনা ঠেকাতে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছে বলিউড। নিয়ে অসহায় মানুষের খাবারের ভার। পাশাপাশি ডাক্তারদের জন্য যোগান দিয়েছে পিপিই কিটের। এবার পুলিশের পাশে দাঁড়ালো বলিউড। করোনার প্রকোপ দেশে পড়া মাত্রই সাহাযঅযের হাত বাড়িয়েছিলেন অক্ষয় কুমার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছিলেন মোট ২৫ কোটি টাকা। এরপর ডাক্তারদের জন্য তিন কোটির পিপিই কিট কেনার টাকাও দিয়েছিলেন। 

আরও পড়ুনঃঅমিতাভের করোনা ঠাট্টায় ক্ষুব্ধ নেটিজেনরা, উত্তপ্ত ট্যুইটার

 

একাধিকবার মুম্বই পুলিশের প্রশংসাও করেছিলেন অক্কি। এবার সামনে এল দুই কন্টেবলের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। খবর পেতেই শোকাহত অক্ষয় কুমার পাশে দাঁড়ালেন মুম্বই পুলিশের। দান করলেন ২ কোটি টাকা। সশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করলেন অভিনতা। অক্ষয় কুমারকে এই সময় পাশে পেয়ে খুশি মুম্বই পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এল পাল্টা ধন্যবাদ। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?