অমিতাভ বচ্চনের বাদুরের ঠাট্টায় ক্ষুব্ধ নেটিজেন। বিগ বির থেকে নাকি এমনটা আশা করেনি তাঁর ভক্তরা। দেশের এই বিপর্যয়ের মাঝে করোনা নিয়ে ঠাট্টা তারা মেনে নিতে পারছে না।

দুদিন আগেই বাদুর নিয়ে ট্যুইট করেছিলেন অমিতাভ বচ্চন। যেখানে তিনি জানান, তাঁর বাড়িতে বাদুর ঢুকে পড়েছিল। চারতলায় তাঁর ঘরে ঢুকে পড়েছিল সেই বাদুর। যাকে তাড়াতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি এবং বাড়ির সকলে। সেই ঘটনা নিয়েই ট্যুইটারে ঠাট্টার মত করে লিখেছিলেন বিগ বি। সেই নিয়েই এখন উতপ্ত হয়ে উঠেছে ট্যুইটার।

আরও পড়ুনঃঘনিষ্ঠ দীপিকা-রণবীর, প্রাক্তন জুটির ছবিতে শোরগোল নেটদুনিয়ায়

অমিতাভেকে নেটিজেনরা লিখেছে, "আপনার থেকে এমন ঠাট্টা আশা করিনি। দেশে এমন বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনার মত ভাইরাস নিয়ে আপনি ঠাট্টা করছেন। এটা কি ঠাট্টা করার সময়?" অমিতাভের ট্যুইটের পাল্টা জবাবে কেবল একজন নয়, আওয়াজ তুলেছে অসংখ্য মানুষ।

আরও পড়ুনঃশাহিদ-করিনার ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস, বিচ্ছেদের কারণ কি লিক হওয়া সেই কিসিং ভিডিও

Scroll to load tweet…

এমনকি অমিতাভকে একজন নেটিজেন এও জানায় যে বাদুরের থেকে মানুষের শরীরে করোনা ভাইরাস ছড়ায় না। একজন তারকার থেকে এমন ট্যুইট আশা করা যায় না। বিগ বির থেকে কিছুটা সেনসিবল পোস্টই আশা করে ভক্তরা। অধিকাংশ নেটিজেনরা তাঁকে এই পোস্ট ডিলিট করার জন্যও অনুরোধ জানিয়েছে। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা