Aryan Khan Bail: 'ভুল না থাকলেও ক্ষমা চাইতেই হবে শাহরুখকে' ভাইরাল অমিতাভ বচ্চনের সাথে পুরোনো কথোপকথনের ভিডিও

বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনের আবেদন মঞ্জুর হয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের। জামিন মিলতেই নেটদুনিয়ায় ভাইরাল বলিউডের দুই কিংবদন্তীর কথোপকথন। শাহরুখকে কীভাবে কঠিন সময়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন বিগ বি তার মুহূর্ত শেয়ার করলেন শাহরুখ অনুরাগীরা। 
 

বলিউডে দুই যুগের সাক্ষী হয়েছে ভারতবাসী।  এক শাহেনশাহ যুগ এবং অপরটি হল বাদশা যুগ। সত্তরের দশকে বলিউডের 'শাহেনশাহ' -র পরিচিতি পান অমিতাভ বচ্চ (Amitabh Bacchan) । বলিষ্ঠ চেহারা, বুদ্ধিদীপ্ত আচার- আচরণ ও ব্যবহার পাগল করে ভক্তদের। 'শোলে', 'সিলসিলা'-র মতো ছবিতে তাঁর অভিনয় মানুষের কাছে করে তোলে তাঁকে 'বিগ বি' (Big B)। এরপর ৮০-র দশকে বলিউড টেলিভিশন জগতে পা রাখেন আর এক অভিনেতা শাহরুখ খান (Shahrukh Khan)। দু চোখে একরাশ স্বপ্ন নিয়ে মুম্বইয়ের মতো শহরে এসে বলিউডে যাত্রা শুরু করেন শাহরুখ। ৯০-এর দশকে হিন্দি ছবিতে প্রথম কাজ, তারপর আর পিছনে ফায়ার তাকাতে হয় নি শাহরুখকে। কঠোর পরিশ্রম ও তীব্র নিষ্ঠা দিয়ে নিজেকে বলিউডের বাদশা (Bollywood Badshah) তৈরী করেন শাহরুখ (SRK)। তবে নিজের খ্যাতির সঙ্গে পরিবারকে কখনওই এক করে ফেলেন নি শাহরুখ। বরাবরই পরিবারের প্রতি ভালোবাসা এবং চিন্তার কথা অকপটে স্বীকার করেছেন তিনি। সম্প্রতি মাদক কান্ডে শাহরুখের জ্যেষ্ঠ পুত্র আরিয়ানের (Aryan Khan) গ্রেফতারির পর এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।  আরিয়ানের গ্রেফতারির শোনা মাত্রই নিজের সব শ্যুটিং স্থগিত করেছেন শাহরুখ। ছেলেকে ঘরে ফেরাতে নিজের সবটুকু উজাড় করেছেন তিনি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জামিন মিলেছে শাহরুখ পুত্র আরিয়ানের। জামিনের খবর প্রকাশ্যে আসতেই বলিউডের দুই যুগের এই কিংবদন্তী অভিনেতার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। 

আরও পড়ুন- Aryan Khan Drug Case: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জামিন মিললো আরিয়ানের দিওয়ালিতে খুশির রোশনাই মন্নতে

Latest Videos

মাত্র কয়েক বছর আগেই বচ্চন পরিবারের সঙ্গে বচসায় জড়ায় বাদশা পরিবার , যার কারণ ছিল শাহরুখ পুত্র আরিয়ান (Aryan Khan)। যদিও পরবর্তীতে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল বলেই জানা জানা গেছে। আরিয়ানের গ্রেফতারির পর যেখানে বলিউডের (Bollywood) সিংহভাগ শাহরুখ- গৌরির (Shahrukh- Gauri) সমর্থনে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তখন ও একপ্রকার স্পিক্ টি নট ছিলেন বচ্চন পরিবার। তবে এবার আরিয়ানের জামিনের (Aryan Khan Bail) পরই শাহরুখের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। শাহরুখ অনুরাগীদের তরফ থেকে এই পুরোনো ভিডিওটি সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান অকপটে স্বীকার করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর কথোপকথনের মুহূর্ত। 

 

আরও পড়ুন- Aryan Khan Drug Case: এথিকাল হ্যাকরকে ৫ লাখ টাকার প্রস্তাব, শাহরুখ ম্যানেজার ও বাকিদের ফোন রেকর্ড ফাঁস করার জন

ভিডিওতে শাহরুখ (Shahrukh Khan) বলেছেন, আমায় অমিত জি বলছিলেন যে ভুল থাকলেও চুপ থাকাটাই শ্রেয়। পুরোনো একদিনের বিষয় তুলে শাহরুখ বলেন 'হঠাৎ কথায় কথায় উনি অর্থাৎ অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) বলেন দেখো বর্তমানে আপনি একজন বড় তারকা। এখন আপনি যাই করুন না কেন, আপনি সবসময় ভুল করবেন। সবার প্রথম আপনার এখন যেটা করা উচিত তা হল হাত জোর করে বলা যা হয়েছে তার জন্য আপনি ক্ষমা প্রার্থী।' শাহরুখ  (Shahrukh Khan) আরও বলেন 'আসলে আমি তখন তরুণ ছিলাম তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা যদি আমার কোনো ভুল না থাকে তাহলে? উত্তরে অমিতাভ বচ্চন বলেন আমি এটাই বলছি আপনাকে সবসময় ভদ্র এবং নম্র থাকতে হবে। আপনাকে কেউ আঘাত করলেও আপনি পাল্টা জবাব দিতে পারবেন না। আর যদি পাল্টা জবাব দেন তাহলে কী হবে জানেন? সবাই বলবে আপনি দুর্নীতিগ্রস্ত, আপনার পয়সা ও ক্ষমতার জোড়টাই সব।'

আরও পড়ুন- Aryan Khan Drug Case Timeline: ২ অক্টোবর থেকে ২৮, ক্রজ পার্টি থেকে জামিন, পর পর সাজিয়ে দেখা আরিয়ান মাদক মামলা

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari