কেবিসি বয়কট নিয়ে তোলপাড় নেটদুনিয়া, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন অমিতাভ

Published : Nov 09, 2019, 03:50 PM ISTUpdated : Nov 09, 2019, 03:51 PM IST
কেবিসি বয়কট নিয়ে তোলপাড় নেটদুনিয়া, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন অমিতাভ

সংক্ষিপ্ত

নেট দুনিয়ায় কেবিসি বয়কটের ডাক মারাঠা বীরকে অপমানের তীর কর্তৃপক্ষের দিকে সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনরা প্রকাশ্যে ক্ষমা চাইলেন অমিতাভ  

কউন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠান নিয়ে এখন জল্পনা তুঙ্গে। প্রথম থেকেই এই অনুষ্ঠানে জনপ্রিয়তা ছিল শীর্ষে। দর্শকদের মনোরঞ্জন থেকে শুরু করে সাধারণ জ্ঞান অর্জন, ভাগ্য ফেরানোর এই খেলা নিয়েই প্রতিটি সিজনে হাজির হন অমিতাভ বচ্চন। একের পর একরশ্নে থাকে দর্শকদের ভাগ্যের চাবিকাঠি। সম্প্রতি এক পর্বে সেই প্রশ্ন ঘিরেই তৈরি হল বিতর্ক। 

বন্ধ করা হোক কেবিসি, এমনও রব উঠল নেট দুনিয়া। কারণ, অমিতাভ বচ্চনের মুখে উঠে আসা কেবিসি-র এক প্রশ্ন। সেখানে বলা হয়- মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়কালে কে রাজত্ব করেছেন? উত্তরে ছিল চারটি অপশন- ১)মহারাণা প্রতাপ, ২)রানা সঙ্গ, ৩)মহারাজ রঞ্জিৎ সিং ও ৪)শিবাজি। সমস্যা তৈরি করে এই চার নম্বর অপশনটি। সেখানে কেন ছত্রপতি শিবাজি বলা হয়নি! অপমান করা হয়েছে শিবাজিকে। 

 

 

বিতর্ক কেবল নেটিজেনদের মধ্যেই থেমে থাকেনি। বরং প্রশ্ন তুলেছিলেন বিজেপি বিধায়ক নীতেশ রানে। তিনিও জানিয়ে ছিলেন অপমান করা হয়েছে মারাঠা বীরকে। একদিকে যখন তোলপাড় নেটদুনিয়া তখনই প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিগ বি। লিখলেন- অপমান করতে চাইনি, যদি তা কারুর মনে আঘাত দিয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থী। 

PREV
click me!

Recommended Stories

শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা
অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?