সম্মান বাঁচাতে বিরাট পদক্ষেপ, দিতিপ্রিয়ার সঙ্গে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে কী বললেন জিতু?

Published : Aug 06, 2025, 09:14 AM ISTUpdated : Aug 06, 2025, 09:16 AM IST
jeetu kamal

সংক্ষিপ্ত

‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের অভিনেতা জিতু কামাল ও অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের মধ্যে বিতর্কের সূত্রপাত। দিতিপ্রিয়ার অভিযোগ, জিতু তাঁকে অশ্লীল মেসেজ পাঠিয়েছেন। জিতু নিজেকে নির্দোষ প্রমাণ করতে চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন।

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে জুটি হিসেবে নজর কেড়েছে জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়। পর্দায় তাঁরা ‘আর্য’ ও ‘অপু’-র চরিত্রে দর্শকদের মন জয় করেছেন। অল্প দিনের মধ্যেই দর্শকদের নজর কেড়েছে। কদিন ধরে বিতর্কে সেই জুটি। দিতিপ্রিয়া রায় অভিযোগ করেন যে জিতু মধ্যরাতে তাঁরে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর পোস্ট করেছে দিতিপ্রিয়া রায়। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন জিতু।

নিজেকে নির্দোষ প্রমাণ করতে দিতিপ্রিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট শেয়ার করেন তিনি। তবে, এভাবে ব্যক্তিগত চ্যাট শেয়ার কার কি ঠিক, এমনই প্রশ্ন তুলেছেন অনেকে। সদ্য এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাতকারে তারই উত্তর দিলেন জিতু। তিনি বলেন, আমার তো বাবা-মা আছেন। আমারও তো সম্মান আছে। তাঁদের সম্মান রক্ষা করার দায়িত্ব কি আমার নয়? আমি যদি স্ক্রিনশটগুলো না দিতাম তাহলে কী করে নিজেকে রক্ষা করতাম? আমি তো অপেক্ষা করেছিলাম, হয়তো পোস্টটা নামিয়ে দেবে, হয় তো চুপ করে যাবে। সেটা না করা আজেবাজে মন্তব্য করে চলেছে। আমি কী করতে পারি?

এদিকে দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন একদিন আমাকে জিজ্ঞেস করেন, ওই ইভেন্টে যাচ্ছো। আমি বলি, না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তিনি জানতে চান, কেন তুমি কি প্রেগন্যান্ট।,... একটি AI-তে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি—ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও”। সাথে লেখেন, “এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে ”। এরপর আরেকদিন আমাকে মেসেজ করে বলেন, “আমার তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা না জানতে পারেন । কাকিমাকে আমি ভয় পাই।”

তিনি লেখেন, এই সব ঘটনাগুলো প্রাথমিক ভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। সেটেও কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল। আমাদের শ্যুটিং ফ্লোরে প্রায় সবাই জানে এই ঘটনা। আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গণ্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি।আমাদের দারুণ চলতে থাক শো’টা ব্যহত হোক আমি চাইনি।…

এভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা স্পষ্ট জানা। যা মুহূর্তে হল ভাইরাল। তারপর মুখ খুললেন জিতু। একেবারে স্ক্রিনশট শেয়ার করলেন অভিনেতা। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

লাইভ শেষ হওয়ার পরই আত্মহত্যার চেষ্টা, এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী?
খারাপ খবর, ক্যানসারের কাছে হার মানলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক