ফের মা হচ্ছেন মধুবনী? স্ফীতোদরের ছবি প্রকাশ করে বিশেষ ঘোষণা নায়িকার

Published : Jul 31, 2025, 12:44 PM IST
Madhubani goswami

সংক্ষিপ্ত

মধুবনী গোস্বামী দ্বিতীয়বার মা হতে চলেছেন। স্ফীতোদরের ছবি পোস্ট করে আগামীকাল একটি ভিডিওর মাধ্যমে বিশেষ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।

খুশির খবর রাজা-মধুবনীর পরিবারে। কদিন ধরেই শোনা যাচ্ছিল দ্বিতীয়বার মা হচ্ছেন মধুবনী গোস্বামী। এবার নিজেই সেই জল্পনা উস্কে দিলেন। সদ্য ছোর্দার এই নায়িকা নিজের স্ফীতোদরের ছবি পোস্ট করেছেন। সামনে বসে আছে রাজা গোম্বামী।

ছবি পোস্ট করে মধুবনী লেখেন, ‘আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। একদমই না। but life has a funny way of surprising us… আগামীকাল আমরা এটা announcement করবো.. একটা ভিডিওর মাধ্যমে। বিষয়টা টোটালি unplanned ছিল… সত্যি বলতে, আমরাও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না.. যাই হোক বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে… আগামীকালকের দিনটাই বেছে নিয়েছি… তোমাদের officially জানানোর..’

বৃহস্পতিবার একটি বড় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন মধুবনী। এই ছবি শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে। মধুবনী লেখেন, ‘... একটি ভিডিওর মাধ্যমে তারা সুখবর দেবেন।’

আজ বৃহস্পতিবার শুভ দিন বলেই নাকি তাঁরা এই দিনটিতে বেছে নেন তারা। অভিনেত্রী নিজের পোস্টের শেষে লিখেছেন, ‘সুখবরই দেব। তবে আমার বিউটি পার্লারের সঙ্গে এর কোনও যোগ নেই। এটা অন্য বিষয়।’

এদিকে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন মধুবনী। নিজের পার্লার চালান। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার হিসেবে কাজ করেন। মাঝে যদিও ছোট পর্দায় তাঁর ফেরত আসার খবর আসে। চিরসখা ধারাবাহিকে দেখা যায় তাঁকে। এই নিয়ে এক সাক্ষাৎকারে মধুবনী জানান, ‘সত্যি বলতে পুরোনো জায়গায় ফিরতে কে না চায়। তবে, লীনাদি সবটাই জানেন। এই মুহূর্তে এতটা সময় তো আমি দিতে পারব না। তাই ক্যামিও চরিত্রেই দেখবেন দর্শক।’

অন্যদিকে, রাজাও অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। প্রায়শই নিজের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে ভিডিও পোস্ট করেন নায়িকা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

NOC দিয়ে সিরিয়াল ছাড়ার পথে দিতিপ্রিয়া, জিতু সেটে ফিরতেই মহিলা কমিশনের দ্বারস্থ নায়িকা
টিভি দেখতে দেখতে ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের, এখন কেমন আছেন টেলি তারকা?