প্রথম পক্ষের ছেলে। আর দ্বিতীয় পক্ষের মেয়ে। কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন সব সময় থাকে খবরে। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন রাকঢাক করেননি কাঞ্চন। এবার ব্যক্তিগত জীবন নিয়ে ফের খবরে কাঞ্চন। তবে, এবার খবরে আসার কারণ কিছুটা তাঁর স্ত্রী শ্রীময়ী।
শীঘ্রই আসছে রাজ চক্রবর্তীর ছবি সন্তান। এই ছবিতে ছেলের সঙ্গে মায়ের সম্পর্কের এক বিশেষ দিক উঠে আসতে চলেছে। ছেলে ও মায়ের সম্পর্ক নিয়ে বিশেষ মন্তব্য করলেন শ্রীময়ী। তিনি বললেন, আমি সদ্য মা হয়েছি। আমারও সন্তানের প্রতি কিছু আশা বা চাওয়া থাকবে। খুব ভুল সেটা? অনেকেই বয়তো বলবেন, আমার শ্বশুর শাশুড়ি নেই। তাই এত কথা বলছি। কিন্তু বিশ্বাস করুন, কাঞ্চনের মা বাবা থাকলে আমার মাম বাবার মতোই সমান গুরুত্ব পেতেন। কখনও ছেলেকে তাদের থেকে আলাদা করার চেষ্টাও করতাম না। মা-বাবার চোখের জল ছেলে ক্ষতি করে। একসঙ্গে থাকলে ঘটিবাটিতে ঠোকাঠুকি লাগবেই। মানিয়ে নিতে হয়। মেয়ের মায়েদের অবশ্য় এক দিকে সুবিধা। তারা শাসনটুকু করেন সোহাগ করেন বাবারা।
আমি সন্তানের থেকে বেশি কিছু চাইব না। ও যাতে নিজের জীবন গুছিয়ে নিচে পারে, সবার আগে এই চাওয়াটাই থাকবে। এই চাওয়া কাঞ্চনের আগের পক্ষের সন্তান ওশের থেকেও। আমি হয়তো ওকে গর্ভে ধারণ করিনি। কিন্তু, ওশ তো আমারও সন্তানসম। আমার কাছে কৃষভি যা ওশও তাই। বিয়ের আগে দেখেছি, পরীক্ষার ফল প্রকাশ থেকে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের কথা- সব হত কাঞ্চনের সঙ্গে। ছেলে ভালো কিছু করলেই কাঞ্চন বলত দেখ আবার ছেলে কত ভালো করেছে। সেই আবেগ এখনও আছে। এখনও ছেলেকে প্রচণ্ড ভালোবাস। প্রতি পদে মিশ করে। জানি না ওশ বড় হয়ে তা বুঝবে কি না। তবে, আমাদের বাড়িতে ওশের অবারিত দ্বার। ওশ কোনও দিন যদি কাঞ্চনের কাছে এসে দাঁড়ায়, থাকতে চায় আমাদের কাছে তৃতীয় ব্যক্তি হয়ে বাধা দেব না।