অভিনেত্রী আরাত্রিকা মাইতির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁর সুচিত্রা সেনের সাথে মিল পাওয়া যাচ্ছে। ছবিটি শেয়ার করেছেন পরিচালক রাজর্ষি দে।
এ যেন অবিকল সুচিত্রা সেন। তাঁর মতো সেই বাঁকা হাসি, টানা চোখ। যা এমন সময় মুগ্ধ করেছিল দর্শকদের। সেই একই ঝলক মিলল ফেসবুকে। সুচিত্রা সেনের সঙ্গে অনেকেই মিল খোঁজার চেষ্টা করেছিলেন রাইমা সেন ও পাওলি দামের। কিন্তু, সে অর্থে মিল পাননি কেউই। কিন্তু, সদ্য এক ছোট পর্দার তারকার ছবি ঘুম কাড়ল সকলের। তিনি হলেন জি বাংলার রাইপূর্ণা। অভিনেত্রী আরাত্রিকা মাইতি। দিন কয়েক আগে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। সুচিত্রা সেনের মতো একটি ছবি শেয়ার করে তিনি লেখেন এমনি।
এই ছবি মুহূর্তে হল ভাইরাল। যা শেয়ার করেন পরিচালক রাজর্ষি দে। তিনি লেখেন, এই হাসিতে শান্তি। এই পোস্ট মুহূর্তে সকলের নজর কেড়েছ। আরাত্রিকা এ প্রসঙ্গে জানান, বিশ্বাস করো আমি ভাবিনি ছবিটা এইরকম ভাবে সবার মনে দাগ কাটবে। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে ছবিটা তুলিনি। এটা কোনও শ্যুটের ছবি নয়। আলাদা করে মেকআপ করিনি। মিঠিঝোরার শ্যুটিং থেকে ফিরে, এমনি বাড়িতে একটু রেট্রো স্টাইলে চোখ এঁকেছিলাম। এরপর নিজের ফোনের ক্যামেরাতে সেলফিটা তুলেছি। তিনি বলেন, আমি কায়দাবাজি করে ছবিটা তুলেছিলাম। এমন সাড়া পাব ভাবিনি।
তিনি সুচিত্রা সেনের বড় ভক্ত। আলাদা করে বলেন, দেওয়া নেওয়া, সপ্তপদী বহুবার দেখেছেন তিনি। রিনা ব্রাউন চরিত্রটা তার প্রিয়। রাজর্ষি দে তাঁর ছবি শেয়ার করেছেন শুনে তিনি চমকে গিয়েছিলেন। এক বন্ধু তাকে এ কথা জানান। সে যাই হোক, সুচিত্রা দেবীর মতো সেজে যে তিনি সকলের নজর কেড়েছেন তা বলার অপেক্ষা রাখে না।