দ্বিতীয়বার মা হলেন নিম ফুলের মধুর দুষ্টু মৌমিতা তথা অভিনেত্রী মানসী সেনগুপ্ত। বুধবার সকালে নিজেই ফেসবুকে সেখবর জানলেন অভিনেত্রী। সে কথা নিজেই জানালেন। সোশ্যাল মিডিয়ার করলেন বিশেষ পোস্ট, ‘ইটস অ্যা বয়’।
আচমকা অসুস্থ হয়ে পড়ায় দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নীল রঙা দুটি পায়ের ছাপ ও একটি হার্ট চিহ্ন। পাশে লেখা ইটস অ্যা বয়। অর্থাৎ এবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। অভিনেত্রী এই সংবাদ দিতেই তা ভাইরাল হল। সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তা। সকলেই মা ও সন্তানের সুস্থতা কামনা করেছেন। অভিনেত্রীর এক কন্যা আছে। এবার ছেলে হল।
এক সময় মানসীর দাম্পত্যে নেমেছিল বিবাদের কালো ছায়া। স্বামীর সঙ্গে সম্পর্ক নাকি পৌঁছেছিল তলানিতে। মানসী নিজেই এক সময় জানিয়েছিলেন, সম্পর্কে ইতি টানার কথাও ভেবেছিলেন। কিন্তু, মেয়ের মুখের দিকে তাকিয়ে সব মিটিয়ে নেন তাঁরা। তারপর দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। সদ্য তাদের সংসারে এল সন্তান। ছেলে হয়েছে নায়িকার।
এদিকে গত ডিসেম্বরে তিনি জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। দ্বিতীয়বার মানসীর মা হওয়ার খবর নানান বিতর্ক তৈরি করে। কারণ তাঁর স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কথা আগেই ছিল খবরে। এই নিয়ে অভিনেত্রী নিজেও ছিলে অকপট। তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর সন্তানের বাবার পরিচয় নিয়ে উঠেছিল প্রশ্ন। তখন নায়িকা এক সাক্ষাৎতকারে জানান, তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল ঠিকই, তবে মেয়ের কথা ভেবে তাঁরা আবার সবটা ঠিক করে নিয়েছেন। তারপরই তাঁরা দ্বিতীয় সন্তানের জন্য পরিকল্পনা করেছেন।
আসলে নায়িকা অনেক অল্প হয়েসে মা হয়েছিলেন। তাঁর প্রথম সন্তানও সময়ের আগেই জন্মেছিল। তার মেয়ের বয়স আট। এবার তাদের তিন জনের পরিবারের আরও এক সদস্য যোগ হল। সব মিলিয়ে খুশির খবর নায়িকার জীবনে।