প্রতি মুহূর্তে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দর্শকদের নজর কাড়তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকলে। শিল্পী থেকে স্ক্রিপ্ট রাইটার কারও পরিশ্রমে কোনও খামতি নেই। তবে, সকলে যে নিজের পরিশ্রমের ফল পাচ্ছেন এমন হয়। কোনও সিরিয়ালতে দর্শক ভালোবাসা দিচ্ছেন। আজ রইল এই সপ্তাহে তালিকা। দেখে নিন চলতি সপ্তাহে টিআরপি-র সেরা দশ তালিকা দেখে নিন এক ঝলকে।
চলতি সপ্তাহে টিআরপি-র সেরা দশ-এ প্রথম স্থানে আছে পরিণীতা। সিরিয়ালের রেটিং ৭.৯।
চলতি সপ্তাহে টিআরপি-র সেরা দশ-এ দ্বিতীয় স্থানে আছে ফুলকি। সিরিয়ালের রেটিং ৭.৫।
চলতি সপ্তাহে টিআরপি-র সেরা দশ-এ তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী। সিরিয়ালের রেটিং ৭.৪।
চলতি সপ্তাহে টিআরপি-র সেরা দশ-এ চতুর্থ স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে। সিরিয়ালের রেটিং ৬.৯।
চলতি সপ্তাহে টিআরপি-র সেরা দশ-এ পঞ্চম স্থানে আছে গীতাএলএলবি। সিরিয়ালের রেটিং ৬.৮।
চলতি সপ্তাহে টিআরপি-র সেরা দশ-এ ষষ্ঠ স্থানে আছে রাঙ্গমতি তীরন্দাজ। সিরিয়ালের রেটিং ৬.২।
টিআরপি-র সেরা দশ-এ সপ্তম স্থানে আছে মিত্তির বাড়ি। সিরিয়ালের রেটিং ৬.০।
টিআরপি-র সেরা দশ-এ অষ্টম স্থানে আছে উড়ান। সিরিয়ালের রেটিং ৫.৭।
টিআরপি-র সেরা দশ-এ নবম স্থানে আছে গৃহপ্রবেশ। সিরিয়ালের রেটিং ৫.৫।
চলতি সপ্তাহে টিআরপি-র সেরা দশ-এ দশম স্থানে আছে আনন্দী। সিরিয়ালের রেটিং ৫.৩।
চলতি সপ্তাহে সিরিয়ালের টিআরপি রেটিং-র তালিকার শীর্ষে স্থান পেল পরিণীতা। তারপর পর পর স্থান পেল ফুলকি, জগদ্ধাত্রী, গীতাএলএলবি,
রাঙ্গমতি তীরন্দাজ, মিত্তির বাড়ি, উড়ান, গৃহপ্রবেশ, আনন্দী-র মতো সিরিয়াল।
টানা ৬ বার টিআরপিতে টপার হল জি বাংলার পরিণীতা। প্রথম এই ধারাবাহিকের প্রোমো আসার পর তেমন ভালোবাসা পায়নি সিরিয়ালটি। কিন্তু, পরে তা দর্শক মনে স্থান পায়। পর পর ৬ সপ্তাহ ধরে শীর্ষে পরিণীতা। জি বাংলার এই সিরিয়াল দর্শকদের মনে স্থান পেয়েছে। চলতি সপ্তাহে প্রকাশ্যে এল টিআরপি -র তালিকা। যা নজর কাড়ল সকলের।