লাইভ শেষ হওয়ার পরই আত্মহত্যার চেষ্টা, এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী?

Published : Jan 05, 2026, 10:08 AM IST
Debolinaa Nandy

সংক্ষিপ্ত

ফেসবুক লাইভে ব্যক্তিগত ও পেশাগত জীবনের টানাপোড়েনের কথা জানানোর পরই আত্মহত্যার চেষ্টা করেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার পর এই চরম পদক্ষেপ নেন তিনি। 

ফেসবুকের লাইভ দেখে অনেকেই আন্দাজ করেছিলেন কোনও অঘটন ঘটতে চলেছে। হলও ঠিক তেমনটা। আত্মহত্যার চেষ্টা করেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। তবে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসাধীন আছেন গায়িকা।

সোশ্য়াল মিডিয়ায় বেশ খ্যাত সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। প্রায়শই নাননা ভিডিও শেয়ার করেন তিনি। নেট জনতার বেশ কাছের মানুষ তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় আচমকাই দেখা যায় সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর একটি লাইভ। যেখানে তিনি বলেন তিনি ভালো নেই। ব্যক্তিগত ও পেশাগত জীবনের টানাপোড়েনে বিধ্বস্ত। কাজেক যতটা চিন্তা তার থেকে বেশি চিন্তা ব্যক্তিগত জীবন নিয়ে। পেশায় তাঁর বর পাইলট।

তিনি জানান, বিয়ের পর থেকে তার মাকে নিয়ে সকলের সমস্যা। তিনি সব সময় সবাইকে একসঙ্গে নিয়ে চলতেই ভালোবাসেন কিন্তু সকলের মন জয় করার চেষ্টা করলেও শেষে হেরে যান। শ্বশুরবাড়ির নাম উল্লেখ করেই বলেন, সংসার করতে গিয়ে তাকে একটা কথা বারবার শুনতে হয়েছে যে মাকে ছেড়ে দিতে হবে। কাজ নিয়েও সমস্যা তাদের।

সেদিন লাইভে দেবলীনা বলেন যে, আমি অনেক চেষ্টা করলাম তবে পারলাম না। এই লাইভটা হয়তো যখন সকলে দেখবে আমি থাকব না। .. এই কথা শুনে অনেকেই আন্দাজ করেছিলেন কোনও চরম পদক্ষেপ নিতে চলেছেন গায়িকা। বাস্তবে হয়েছে এমনটাই। লাইভ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আত্মহত্যার চেষ্টা করেন। তবে, আপাতত তিনি বিপদমুক্ত। তাঁর হাসপাতালে বেডে শুয়ে থাকা ছবি পোস্ট করেন সায়ক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর এই পদক্ষেপের জন্য কারা দোষী তা খুঁজে বের করার চেষ্টা চলছে। শুরু হয়েছে তদন্ত। তবে, আপাতত তিনি সুস্থ বলে জানা গিয়েছে। চলেছে চিকিৎসা। সেই খবর শেয়ার করেছে সায়ক। হাসপাতালে দেবলীনার ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

খারাপ খবর, ক্যানসারের কাছে হার মানলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক
‘আমিও নাগরিক’ বন্দিদের মর্যাদা, সমান সুযোগ এবং পুনর্বাসনের অধিকারের পক্ষে নির্মিত তথ্যচিত্র