নতুন চরিত্রে ছোট পর্দায় ফিরছেন মানালি, জি বাংলার আসছে 'দুগ্গামণি ও বাঘমামা', প্রকাশ্যে এল প্রোমো

Published : Feb 14, 2025, 10:22 PM IST
manali dey

সংক্ষিপ্ত

ছোট পর্দায় ফিরছেন মানালি মনীষা দে। জি বাংলার নতুন ধারাবাহিক 'দুর্গামণি ও বাঘ মামা' তে দেখা যাবে তাঁকে। একটি রহস্যময় খুদের সাথে জড়িয়ে মানালির নতুন অভিযান।

 

কার কাছে কই মনের কথা ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা দেওয়া। প্রথম সিরিয়ালে নজর কেড়েছিলেন মানালি মনীষা দে। সেই মেগা সিরিয়ার শেষ হওয়ার পর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক কাজ করে গিয়েছেন। বিভিন্ন সিরিয়ালের প্রধান চরিত্রে দেখা গিয়েছিল নায়িকাকে। সঙ্গে জমিয়ে করেছেন শো। এর পর ওটিটি ও বড় পর্দা তো আছেই। এবার ফের ছোট পর্দায় আসছেন মানালি। নতুন ধারাবাহিকে একেবারে নতুন ভাবে ধরা দেবেন নায়িকা।

জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘ মামা। সদ্য প্রকাশ্যে এল সেই সিরিয়ালের প্রোমো। যেখানে দেখা গেল মানালিকে। সেখানে দেখা গেল, তৈরি হচ্ছে দুর্গামূর্তি। সেই দেবী দুর্গাকে একটি বাচ্চা অনুরোধ করে যে সে যাদের হাত থেকে পালাচ্ছে যেন তাদের হাতে ধরা না পড়ে। কিন্তু, আচমকাই সে খুঁদে খেয়াল করে দেবীর চোখ আঁকা হয়নি। দেবী ওকে দেখতে পাচ্ছে না। তখন নিজে দেবীর চোখ এঁকে দেয়। তখনই সেখানে এসে হাজির হয় মানালি। দেবীর চোখ এঁকে দেওয়ায় দেবী তাকে বর দেয়। সে সবার মনে কী চলছে দেখতে পাবে। এমন সময় যে অনাথ আশ্রম থেকে সে পালিয়েছে সেখানকার এক মহিলা ওই জায়গায় এসে হাজির হয়। বাচ্চা মেয়েটি বলে দেয় কার মনে কী চলছে। .. সেখানে উপস্থিত থাকা মানালিকে দেখে বলে তার হারিয়ে যাওয়া মেয়ের কথা। তবে কি এই খুদেই মানালির সন্তান? তা জানা যাবে ধারাবাহিকে।

জি বাংলায় আসছে সিরিয়ালটি। সিয়িয়ালে আছেন মানালি মনীষা দে, রাধিকা কর্মকার, কন্যাকুমারী মুখোপাধ্যায়, রাহুল বসু-সহ আরও অনেকে। সিরিয়ালের প্রোমো ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। একেবারে নতুন ধরনের গল্প নিয়ে আসছে সিরিয়ালটি। মা ও মেয়ের কাহিনি ফুটে উঠবে। এক সন্তান হারা মা ও  অনাথ আশ্রমে বড় হওয়া এক মেয়ের কাহিনি ফুটে উঠবে। 

PREV
click me!

Recommended Stories

NOC দিয়ে সিরিয়াল ছাড়ার পথে দিতিপ্রিয়া, জিতু সেটে ফিরতেই মহিলা কমিশনের দ্বারস্থ নায়িকা
টিভি দেখতে দেখতে ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের, এখন কেমন আছেন টেলি তারকা?