
বিনোদনের কথা এলেই প্রথমেই থাকে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালগুলো। বিকাল থেকে প্রিয় সিরিয়ালগুলো দেখতে না পারলে অনেকের তো ভালো করে ঘুমই হয় না। এবার সেই সিরিয়ালপ্রিয় মানুষগুলোর জন্য একটা দুসংবাদ শোনা যাচ্ছে। সম্প্রতি টালিগঞ্জে আবার উত্তেজনা দেখা দিয়েছে। শুটিং বন্ধ ফলে সিরিয়ালের নতুন পর্ব আপাতত আর নাও দেখতে পারেন দর্শকরা।
পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে বেশ কিছু সিরিয়ালের শ্যুটিং বন্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে পরিচালকের সাথে ঝামেলার কারণেই নাকি বন্ধ হয়েছে সিরিয়ালের শুটিংয়ের কাজ । অবশ্য এই ঘটনা মোটেও প্রথম নয়। কৌশিক গঙ্গোপাধ্যায়, তারপর জয়দীপ মুখোপাধ্যায় আর এবার সৃজিত রায়ের সঙ্গে মনোমালিন্যের কারণে বন্ধ হল কাজ।
টেকনিশিয়ানদের দাবি, তাদের দাবি না মানা হলে বুধবার থেকে সব সিরিয়ালের শ্যুটিং বন্ধ করে দেওয়া হবে। টেকনিশিয়ান ও ফেডারেশনের বিরুদ্ধে কথা বলার অভিযোগে সৃজিত রায়ের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা যাওয়ার উদ্যোগ নিয়েছে দাসানি ওয়ান স্টুডিওতে ।
পরিচালক সৃজিত রায় জানান, তার নতুন সিরিয়ালের সেটের কাজ শুরু হয়েছিল ২৭ তারিখ থেকে এবং সবকিছু সুন্দরভাবে চলছিল। এমনকি সেটের অনেকটাই কাজ হয়ে গিয়েছিল। হঠাৎ করে শনিবার তিনি খবর পান যে তার সেটে কাজ বন্ধ করে দেওয়া হবে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছেন যা তাদের খারাপ লেগেছে। সৃজিত রায়ের প্রশ্ন, কেন তার নামে এই মিথ্যা কথা বলা হচ্ছে? তিনি আরও বলেন, টেকনিশিয়ানদের ভুল বুঝিয়ে কাজ বন্ধ করলে তারাই সমস্যায় পড়বে,কারণ তারা কাজ সব সময় হয় না। সেট তৈরি হওয়ার সময়ই তারা কাজ করার সুযোগ পান।
এই ঘটনায় টলিউডের পরিচালকমহলে প্রভাব পড়েছে । অনেকেই পরিচালক সৃজিত রায় স্বপক্ষে কথা বলে জানিয়েছেন, এমন পরিস্থিতি হোক তারাও চান না। এমন অচল অবস্থা কাটিয়ে ওঠার বার্তাও দিয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে টালিগঞ্জের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। বুধবার থেকে সিরিয়ালের শ্যুটিং বন্ধ হয়ে গেলে অনেক শিল্পী ও কলাকুশলী সমস্যায় পড়বেন। এখন দেখার বিষয়, এই সমস্যার সমাধান কীভাবে হয়।