
তৃণমূলের ২১ জুলাই-র সমাবেশে ছিল চাঁদের হাট। টলিউডের একের পর এক তারকাকে উপস্থিত থাকতে দেখা যায়। এই সমাবেশে হাজির ছিলেন সোহেল দত্ত। শিশুশিল্পী হিসেবে এক সময় দর্শকদের মন কেড়েছিলেন। তারপর তিনি অভিনেতা হিসেবেও নজর কাড়েন। মাঝে রাজনীতিতে যোগ দিতে দেখা যায় সোহেলকে। ২০২১ সালে যখন এক ঝাঁক তারকা বিজেপি-তে যান। তখন সেই তালিকায় ছিলেন সোহেলও। কিন্তু, মাত্র ২ বছরের মধ্যে প্রত্যাবর্তন।
বিজেপির নীতিগত আদর্শ মানতে না পেরে তৃণমূলে যোগ দিলেন সোহেল। এমনই দাবি তার। জানা গিয়েছে, বিজেপির নীতিগত আদর্শের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল বলে তাঁর দাবি। মন থেকে কখনও তাদের নীতি সমর্থন করে উঠতে পারেননি। তবু তৃণমূলের প্রতি ছিল খারাপ লাগা। সেখান থেকেই নাকি ভুল করে বলেন। তাই তৃণমূলে ফিরেছেন তিনি। তবে, তিনি জানান যে এতে সকলে তাঁকে সুবিধাবাদী বলবে। এসব কথাকে তিনি ভয় পান না।
সোহেলের প্রত্যাবর্তন দেখে সকলের মনে একটা প্রশ্ন যে তিনি ২০২৬-র বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন? এর আগে ২০২১ সালে পায়েল সরকার, পার্নো মিত্র, বনি সেনগুপ্ত থেকে শ্রাবন্তীর মতো বহু তারকা রাজনীতিতে যোগ দেয়। সে সময় সোহলকে বিজেপিতে যোগ দিতে দেখা গিয়েছিল। তেমনই তৃণমূলের বিরুদ্ধে নানা সময় নানান বিস্ফোরক মন্তব্য করে বারে বারে সোহেল খবরে এসেছে। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন অভিনেতা।
সদ্য় নিজের বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলে মনে করছেন সোহেল। তিনি জানান শুভেন্দু অধিকারীর আশ্বাসে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন।
সোহেল বলেন, আমার বাড়িতে এসে মা-বাবাকে উনি বলে যান, আপনার ছেলের দায়িত্ব আমার। যদিও বাবা-মা বারণ করেছিল। কিন্তু, আমি একটা ভুল করে বসি ওঁকে বিশ্বাস করে। আমি আসলে ওই দলে গিয়েছিলাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্কের কারণে। গিয়ে বুঝলাম, কত বড় ভুল করেছি। ওই দলের নীতিগত আদর্শ কোনও দিনও মন থেকে মেনে নিতে পারিনি। এছাড়াও ওঁরা শিল্পীদের সম্মান করতে পারেন না। এদিকে প্রতিটা শিল্পীকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ভাবে চেনেন, তাঁদের ধারাবাহিক দেখেন। তিনি যা সম্মান আমাদের দিয়েছেন আর কোনও সরকার দেয়নি। তৃণমূলে ফিরতে পেরে শান্তিতে আছি।
এদিকে জানা যায়, ২০২১ থেকে তৃণমূলের সঙ্গে আলাপ সোহেলের। তখন থেকে তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে যেতেন সোহেল। তারপর ২০১১-র ক্ষমতায় আসে তৃণমূল সরকার। তখন যেন সেই বন্ধন আরও দৃঢ় হয়। পরে ২০২১ -র নির্বাচনের আগে তৃণমূলের বদলে বিজেপিতে যোগ দেন সোহেল। ফের তিনি ফিরলেন তৃণমূলে।