টিআরপি-র লড়াই-এ শীর্ষে পরশুরাম, দেখে নিন সেরা দশের তালিকায় কোন স্থানে কে

Published : Jul 03, 2025, 04:42 PM IST
bengali serial

সংক্ষিপ্ত

এই সপ্তাহের টিআরপি তালিকায়, পরশুরাম ৭.৪ রেটিং নিয়ে শীর্ষে, ফুলকি ৭.৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে। জগদ্ধাত্রী, রঙামতি তীরন্দাজ এবং পরিণীতা যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে।

এসে গেল বাংলা ধারাবাহিকের টিআরপি-র তালিকা। চলতি সপ্তাহে কোন সিরিয়াল কাকে দিল টেক্কা, তা জানতে আগ্রহী সকলে। সেরা দশে কোন কোন ধারাবাহিক জায়গা পেল জি বাংলা আর স্টার জলসা থেকে তা শুনলে চমকে যাবে। রিপোর্ট বলছে এবার ৭.৪ রেটিং পেয়ে জলসার ধারাবাহিক টপার। তেমনই জলসার পিছনেই আছে জি বাংলা। সিরিয়ালের রেটিং ৭.৩। দেখে নিন তালিকা।

টিআরপি-র সেরা দশের তালিকা

প্রথম স্থানে আছে পরশুরাম। ৭.৪ হল সিরিয়ালের রেটিং।

দ্বিতীয় স্থানে আছে ফুলকি। ৭.৩ হল সিরিয়ালের রেটিং।

তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী। ৭.০ হল সিরিয়ালের রেটিং।

চতুর্থ স্থানে আছে রঙামতি তীরন্দাজ। ৬.৬ হল সিরিয়ালের রেটিং।

পঞ্চম স্থানে আছে পরিণীতা। ৬.৫ হল সিরিয়ালের রেটিং।

ষষ্ঠ স্থানে আছে গৃহপ্রবেশ। ৬.৪ হল সিরিয়ালের রেটিং।

সপ্তম স্থানে আছে চিরসখা এবং অনুরাগের ছোঁয়া ও রোশনাই। ৫.৯ হল সিরিয়ালের রেটিং।

অষ্টম স্থানে আছে কথা। ৫.৬ হল সিরিয়ালের রেটিং।

নবম স্থানে আছে চিরদিনই তুমি যে আমার। ৫.২ হল সিরিয়ালের রেটিং।

দশম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে। ৫.১ হল সিরিয়ালের রেটিং।

অর্থাৎ চলতি সপ্তাহে প্রথম স্থানে আছে পরশুরাম সিরিয়ালটি। ৭.৪ হল সিরিয়ালের রেটিং। তার ঠিক পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে আছে ফুলকি। ৭.৩ হল সিরিয়ালের রেটিং। খুবই সামান্য ফারাক এই দুই সিরিয়ালের রেটিং-এ। তেমনই তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী। ৭.০ হল সিরিয়ালের রেটিং। শেষ কয় সপ্তাহে জগদ্ধাত্রী দর্শক মনে স্থান পেয়েছিল। ছিল শীর্ষস্থানে। তবে. চলতি সপ্তাহে তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী। এবার চতুর্থ স্থানে আছে রঙামতি তীরন্দাজ। ৬.৬ হল সিরিয়ালের রেটিং। আর পঞ্চম স্থানে আছে পরিণীতা। ৬.৫ হল সিরিয়ালের রেটিং।

সব মিলিয়ে প্রথম পাঁচে স্থান পেল পরশুরাম, ফুলকি, জগদ্ধাত্রী, রঙামতি তীরন্দাজ এবং পরিণীতা। তেমনই এই লিস্টে বাকি সিরিয়ালগুলোর মধ্যে আছে গৃহপ্রবেশ, চিরসখা এবং অনুরাগের ছোঁয়া ও রোশনাই। সপ্তম স্থানে আছে চিরসখা এবং অনুরাগের ছোঁয়া ও রোশনাই তিনটি সিরিয়াল। অষ্টম স্থানে আছে কথা। নবম ও দশম স্থানে চিরদিনই তুমি যে আমার এবং কোন গোপনে মন ভেসেছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

NOC দিয়ে সিরিয়াল ছাড়ার পথে দিতিপ্রিয়া, জিতু সেটে ফিরতেই মহিলা কমিশনের দ্বারস্থ নায়িকা
টিভি দেখতে দেখতে ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের, এখন কেমন আছেন টেলি তারকা?