TRP একেবারে তলানিতে, বছর ঘুরতে না ঘুরতেই শেষ হয়ে যাচ্ছে দুই সিরিয়াল

Published : Feb 15, 2025, 11:31 AM IST
bengali serial

সংক্ষিপ্ত

টিআরপির অভাবে শেষ হচ্ছে দুটি জনপ্রিয় বাংলা সিরিয়াল। সান বাংলার 'বসু পরিবার' এবং জি বাংলার 'মালা বদল' বন্ধ হওয়ার খবরে দর্শকদের মধ্যে বিষাদের ছায়া।

প্রতি সপ্তাহেই প্রকাশ্যে আসে সিরিয়ালের TRP-র তালিকা। কোন সিরিয়ালের খ্যাতি কত সেই নিরিখে তৈরি হয় তালিকা। এই বছর ঘুরতে না ঘুরতেই শেষ হয়ে যাচ্ছে দুই সিরিয়াল।

রেকর্ড বলছে, নতুন ধরনের ধারাবাহিক টেলিকাস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পুরনো ধারাবাহিক। তবে, তাদের মধ্যে এমন কিছু সিরিয়াল আছে যেগুলো মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু সিরিয়াল বছর ঘুরতে না ঘুরতেই শেষ হয়ে যাচ্ছে।

দুটি চ্যানেলের দুটি ধারাবাহিক শেষ হচ্ছে মূলত টিআরপির অভাবে। দুটির মধ্যে অন্যতম, সান বংলার বসু পরিবার শেষ হয়ে যাচ্ছে। অন্তিম শ্যুটিংও সেরে নিয়েছেন কলাকুশলীরা। প্রথম দিকে বেশ দর্শক টেনেছিল সিরিয়ালটি। নায়ক নায়িকার কেমিস্ট্রি বেশ উপভোগ করেছেন দর্শকরা। কিন্তু যত সময় গিয়েছে জনপ্রিয়তা ধীরে ধীরে হারিয়েছে এই ধারাবাহিক। তাই শেষ পর্যন্ত বসু পরিবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মেকাররা।

অন্যদিকে বন্ধ হতে চলেছে আরও এক সিরিয়াল। জি বাংলার ধারাবাহিক মালা বদল নাকি শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। মাত্র সাত মাসেই গল্প ফুরোতে বসেছে সিরিয়ালটি। গত বছরের জুলাই মাসে পথচলা শুরু করেছিল এই সিরিয়াল। কিন্তু এক বছর সম্পূর্ণ করার অনেক আগেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

এদিকে সদ্য জি বাংলায় আসছে দুগ্গামণি ও বাঘ মামা সিরিয়ালটি। সিয়িয়ালে আছেন মানালি মনীষা দে, রাধিকা কর্মকার, কন্যাকুমারী মুখোপাধ্যায়, রাহুল বসু-সহ আরও অনেকে। সিরিয়ালের প্রোমো ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। একেবারে নতুন ধরনের গল্প নিয়ে আসছে সিরিয়ালটি। মা ও মেয়ের কাহিনি ফুটে উঠবে। এক সন্তান হারা মা ও অনাথ আশ্রমে বড় হওয়া এক মেয়ের কাহিনি ফুটে উঠবে। সিরিয়ালের প্রোমো মুহূর্তে নজর কেড়েছে সকলের। 

PREV
click me!

Recommended Stories

NOC দিয়ে সিরিয়াল ছাড়ার পথে দিতিপ্রিয়া, জিতু সেটে ফিরতেই মহিলা কমিশনের দ্বারস্থ নায়িকা
টিভি দেখতে দেখতে ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের, এখন কেমন আছেন টেলি তারকা?