আজ শুরু চলচ্চিত্র উৎসব, কোন দিন প্রদর্শীত হবে কোন দেশের ছবি, জেনে নিন এক ক্লিকে

Published : Nov 06, 2025, 12:20 PM IST
Image of Kolkata International Film Festival

সংক্ষিপ্ত

আজ, ৬ নভেম্বর থেকে ধনধান্য প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই উৎসবে ভারত-সহ ৩৯টি দেশের ২১৫টি ছবি প্রদর্শিত হবে এবং ঋত্বিক ঘটক, সন্তোষ দত্তদের শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। 

আজ বৃহস্পতিবার ৬ নভেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে বিকেল ৪ টের সময় মুখ্যমন্ত্রীর সভাপতিত্বের উদ্বোধন হবে চলচ্চিত্র উৎসব। ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন শত্রুঘ্ন সিনহা ও রমেশ সিপ্পি। থাকতে পারেন আরতি মুখোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিউডের একগুচ্ছ তারকারা।

প্রতিবারের মতো এবারও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের ছবি। এবছর চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯ দেশ থেকে বাছাই করা ২১৫ ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি। ৩০টি স্বপ্ল দৈর্ঘ্যের ছবি। ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি প্রদর্শিত হবে।

প্রতিযোগিতামূলক বিভাগ থাকছে ছটি। ১৪টি ছবি নিয়ে আন্তর্জাতিক বিভাগ, ১৪টি ছবি নিয়ে ভারতীয় বিভাগ, ৯টি ছবি নিয়ে এশিয়ান সিলেট নেটপ্যাক বিভাগ, ৭টি ছবি থাকবে বাংলা প্যানোরমা বিভাগে।

এবার ফোকাস কান্ট্রি পোল্যান্ড। উৎসবে দেখানো হবে সে দেশের প্রায় ১৯টি ছবি। উপস্থিত থাকবেন সেদেশের চলচ্চিত্র পরিচালকেরা।

এবার শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে ঋত্বিক ঘটক, রিচার্ড বার্টন, সাম পিচকিনপা, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী ও রাজ খোসলাকে। এবছর দেখানো হবে ঋত্বিক ঘটকের অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে-সহ সাতটি ছবি।

নন্দনে অনুষ্ঠিত হবে ঋত্বিক ঘটককে নিয়ে প্রদর্শনী, দ্য সাবঅল্টার্ন ভয়েস। শিশির মঞ্চে তাঁকে নিয়ে সেমিনারে বলবেন পরিচালক আদুর গোপালকৃষ্ণন। গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রদর্শনীতে শতবর্ষে শ্রদ্ধা জানানো হবে প্রদীপ কুমার, গুরু দত্ত, সন্তোষ দত্ত, স্যামুয়েল ওল্টম্যান, রিচার্ড বার্টন সাম পিচকিনপা এবং ওজিসিচ হ্যাসকে। এবার সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে ৭ তারিখ। এই অনুষ্ঠান হবে শিশির মঞ্চে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে