
আজ ৬ নভেম্বর ধন্যধান্য স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরভর এই ফিল্মোৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সিনেপ্রেমীরা। আজ বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আজ বিকেল ৫.৩০ মিনিটে হবে উদ্বোধন। আজ উদ্বোধনী ছবি হিসেবে দেখা উত্তম-সুচিত্রার কালজয়ী ছবি সপ্তপদী।
৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবারের মতো এবারও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের ছবি। এবা উৎসবের চেয়ার পার্সন রূপে দেখা যাবে গৌতম ঘোষকে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন কো চেয়ারম্যান।
এবছর চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯ দেশ থেকে বাছাই করা ২১৫ ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি। ৩০টি স্বপ্ল দৈর্ঘ্যের ছবি। ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি প্রদর্শিত হবে। বিভিন্ন বিভাগে একাধিক ছবির প্রতিযোগিতা ও পুরষ্কার থাকছে। প্রতি বছরের মতো এবারও সিনে আড্ডার আয়োজন হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছে গানে গানে সিনেমা।
আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন শত্রুঘ্ন সিনহা ও রমেশ সিপ্পি। থাকতে পারেন আরতি মুখোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিউডের একগুচ্ছ তারকারা। এবার আসতে পারছেন না শাহরুখ খান, সলমন খান কিংবা অমিতাভ বচ্চনরা।
সূত্রের খবর, একগুচ্ছ বলিউড তারকাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, কেউই সময় দিতে পারেনি। এদিকে, শাহরুখ কদিন আগে টুইটে লিখেছেন, শীঘ্রই তিনি কলকাতা আসবেন। এরপর থেকে অধিকাংশই আশা করেছিল চলচ্চিত্র উৎসবে আসছেন তিনি। কিন্তু পরে জানা যায়, ব্যস্ততার কারণে এবার মঞ্চে থাকবেন না বাদশা।