
বেশ কয়েকদিন ধরেই বন্যা হওয়ার কারণেই ঘাঁটালের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এরপর থেকেই সামাজিক মাধ্যমে দেবকে নিয়ে শুরু হয়েছে মারাত্মক রকম ট্রোলিং। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক আক্রমণাত্মক পোস্ট। দেবের পোস্ট করা ছবি নিয়েও ট্রোল করেছেন অনেকে। পরের পর কমেন্টে বয়ে গিয়েছে খারাপ মন্তব্য। ঘাঁটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগে একাধিকবার ঘাঁটালের বাসিন্দাদের স্বপ্ন দেখিয়েছেন অভিনেতা। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রকল্প বাস্তবায়ন হয়নি। যার জেরেই এবার ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ।
এবার অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন দেব। তিনি নিজের ফেসবুক থেকে এই বিষয়ে পোস্ট করেছেন. তিনি লিখেছেন,
“বিগত ১০ বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান এর সপক্ষে সওয়াল করে এসেছি । অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। ২০২৪-এর রাজ্য সরকার ই সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট ( ৫০০ কোটি) বরাদ্দ করে। ফেব্রুয়ারি ২০২৫ থেকে কাজ শুরু হয়। এই মাস্টার প্ল্যান এ ৭৪ কিমি + ৫২ কিমি নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ, ব্রিজ ,খাল কাটা, খালের সংস্করণ, কৃত্রিম নদী তৈরি করা, জমি অধিগ্রহণ সবই আছে। যার সময়সীমা কমপক্ষে ৪-৫ বছর।”