
বিনোদন জগতে কী চলছে তা জানতে আগ্রহী থাকেন সকলে। বিনোদন জগতে অন্দরের খহর নিয়ে সকলের থাকে আগ্রহ। নায়ক ও নায়িকা কার সঙ্গে সম্পর্কে জড়াল কিংবা কার সম্পর্ক ভাঙল তা জানতে আগ্রহী থাকেন সকলে। তাদের নিয়ে চর্চা চলে সব সময়। এবার এক নায়িকার কীর্তি তৈরি করল বিতর্ক।
গত বছর নভেম্বরে বিয়ে করেন অভিনেত্রী এলিনা সামন্তরায়। দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ পাণ্ডের সঙ্গে বিয়ে সারেন। বিয়ে করেন রূপকথার মতো। সেই ছবিও সাড়া ফেলেছিল সমাজমাধ্যমে। তবে এবার নেটপাড়া জুড়ে চর্চা চলছে এলিনার সাবিত্রী ব্রত পালন নিয়ে। নায়িকার জন্ম ওডিশায়। সেখানের বিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন। স্বামীর মঙ্গল কামনায় পালন করা হয় এই ব্রত।
অভিনেত্রী এলিনা সামন্তরায় সেই ব্রত পালনের সমস্ত ছবি পোস্ট করেন। পোস্ট করেন ভিডিও। সেখানে ব্রত পালনের পুরো রীতি দেখা যাচ্ছে। আর তাতেই মিলল বিশেষ ঝলক। পুজোর রীতি মেনে স্বামীর পা ধুইয়ে দেন অভিনেত্রী এলিনা সামন্তরায়। তারপর সেই জল পান করেন নায়িকা। এই ভিডিও মুহূর্তে হয় ভাইরাল। এরপরই ছিঃ ছিঃ করেন সকলে। নেটিজেনরা নানান মন্তব্য করেন। অধিকাংশই সমালোচনা করেন নায়িকার।
প্রসঙ্গত, ওড়িয়া ছবির জনপ্রিয় নায়িকা এলিনা। তবে, বাংলা ছবিতেও কাজ করছেন তিনি। ভোকাট্টা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ওম সাহানির বিপরীতে ভোকাট্টা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। এলিনার ব্যক্তিগত জীবনের খবর মেলে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। ওডিষা ও বাংলা ছবির অভিনেত্রী এলিনা সামন্তরায় সাবিত্রী ব্রত পালনের ছবি পোস্ট করে জড়ালেন বিতর্কে। নায়িকা পতিব্রতা দেখাতে গিয়ে সমস্যায় পড়েন। তাঁর পুজো নিয়ে কারও আপত্তি না হলেও স্বামীর পা ধোয়া জল পানের ঘটনায় মন্তব্য সকলে। সকলেই করেন নিন্দা। যা নিয়ে সমোলাচনার ঝড় উঠেছে সর্বত্র।