বরের পা ধুয়ে সেই জল পান করলেন, পরিব্রতা দেখিয়ে বিতর্কে জড়ালেন নায়িকা এলিনা

Published : Jun 17, 2025, 12:39 PM ISTUpdated : Jun 17, 2025, 12:40 PM IST
Elina samantaray

সংক্ষিপ্ত

অভিনেত্রী এলিনা সামন্তরায় সাবিত্রী ব্রত পালন করার সময় স্বামীর পা ধুয়ে সেই জল পান করেন। এই ঘটনা ভাইরাল হওয়ার পর নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। ওড়িয়া ছবির পাশাপাশি বাংলা ছবিতেও কাজ করেন তিনি।

বিনোদন জগতে কী চলছে তা জানতে আগ্রহী থাকেন সকলে। বিনোদন জগতে অন্দরের খহর নিয়ে সকলের থাকে আগ্রহ। নায়ক ও নায়িকা কার সঙ্গে সম্পর্কে জড়াল কিংবা কার সম্পর্ক ভাঙল তা জানতে আগ্রহী থাকেন সকলে। তাদের নিয়ে চর্চা চলে সব সময়। এবার এক নায়িকার কীর্তি তৈরি করল বিতর্ক।

গত বছর নভেম্বরে বিয়ে করেন অভিনেত্রী এলিনা সামন্তরায়। দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ পাণ্ডের সঙ্গে বিয়ে সারেন। বিয়ে করেন রূপকথার মতো। সেই ছবিও সাড়া ফেলেছিল সমাজমাধ্যমে। তবে এবার নেটপাড়া জুড়ে চর্চা চলছে এলিনার সাবিত্রী ব্রত পালন নিয়ে। নায়িকার জন্ম ওডিশায়। সেখানের বিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন। স্বামীর মঙ্গল কামনায় পালন করা হয় এই ব্রত।

অভিনেত্রী এলিনা সামন্তরায় সেই ব্রত পালনের সমস্ত ছবি পোস্ট করেন। পোস্ট করেন ভিডিও। সেখানে ব্রত পালনের পুরো রীতি দেখা যাচ্ছে। আর তাতেই মিলল বিশেষ ঝলক। পুজোর রীতি মেনে স্বামীর পা ধুইয়ে দেন অভিনেত্রী এলিনা সামন্তরায়। তারপর সেই জল পান করেন নায়িকা। এই ভিডিও মুহূর্তে হয় ভাইরাল। এরপরই ছিঃ ছিঃ করেন সকলে। নেটিজেনরা নানান মন্তব্য করেন। অধিকাংশই সমালোচনা করেন নায়িকার।

 

 

প্রসঙ্গত, ওড়িয়া ছবির জনপ্রিয় নায়িকা এলিনা। তবে, বাংলা ছবিতেও কাজ করছেন তিনি। ভোকাট্টা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ওম সাহানির বিপরীতে ভোকাট্টা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। এলিনার ব্যক্তিগত জীবনের খবর মেলে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। ওডিষা ও বাংলা ছবির অভিনেত্রী এলিনা সামন্তরায় সাবিত্রী ব্রত পালনের ছবি পোস্ট করে জড়ালেন বিতর্কে। নায়িকা পতিব্রতা দেখাতে গিয়ে সমস্যায় পড়েন। তাঁর পুজো নিয়ে কারও আপত্তি না হলেও স্বামীর পা ধোয়া জল পানের ঘটনায় মন্তব্য সকলে। সকলেই করেন নিন্দা। যা নিয়ে সমোলাচনার ঝড় উঠেছে সর্বত্র।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে