‘দিদিই উত্তর দেবেন’- ভাইরাল হওয়া বিতর্কিত অডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন দেব

দেব নাকি তাঁর কাছ থেকে এমপি ল্যাড-র ৩০ শতাংশ কমিশন চেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপিংস। যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গেল, দেব নাকি তাঁর কাছ থেকে এমপি ল্যাড-র ৩০ শতাংশ কমিশন চেয়েছেন। তারপর ওই ব্যক্তি বলেন, আমি দিদিকে এমন কথা বলেছি যে, দেব আমার কাছ থেকে তাঁর এমপি ল্যাড থেকে ৩০ শতাংশ কমিশন চাইছেন। দিদি বলেছেন, ছেড়ে দে। ওর কাজটা করিস না।

এমনই একটি বিতর্কীত অডিও ক্লিপ হয়েছে ভাইরাল। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন দেব। তিনি বললেন, এই বিষয় তাঁর বিশেষ কিছু বলার নেই। যা বলার তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। তাঁর কথায়, দিদিই উত্তর দেবেন।

Latest Videos

লোকসভা ভোটের আগে তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেব। এই নিয়ে চলছে বিস্তর জল্পনা। সেই জল্পনার মাঝেই এমন একটি অডিও ক্লিপ ভাইরাল হল। যেখানে এমপি ল্যাড-র ৩০ শতাংশ কমিশন চাইতে শোনা গেল দেবকে। তবে, এই অডিও ক্লিপ শুনে অনেকেই দাবি করেছেন এটি ভুয়ো। তাঁর কন্ঠের অপব্যবহার করা হয়েছে। এ প্রসঙ্গে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দেবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্ট হচ্ছে। সেই কারণেই কেউ একটা এ রকম অডিও ক্লিপ বানিয়ে বাইরে ছড়িয়ে দিয়েছে। আবার তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, দেব স্বচ্ছ মানুষ। তাঁকে কলুষিত করতে বিজেপির চক্রান্ত এটা।

এদিকে এক বৈঠকে মমতা বলেছিলেন, দেব আমাদের দলের সম্পদ। বেশ কিছু নেতা তার সঙ্গে এমন আচরণ করেছে, যার ফলে ওর অসুবিধা হচ্ছে। এমনটা কেন হবে? ও শিল্পী মানুষ। এটা তোমরা কী করছো? দলনেত্রীর নির্দেশ থাকলে তিনিও যে ভোটে লড়তে প্রস্তুত, অভিনেতা-সাংসদও সেই ইঙ্গিত দিয়েছিলেন।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর