সাত পাকে বাঁধা পড়লেন টলি তারকা সত্যম ভট্টাচার্য, প্রকাশ্যে এল নবদম্পতির ছবি

প্রকাশ্যে আসা ছবিতে বরের সাজে দেখা গেল সত্যম ভট্টাচার্যকে। আর শাশ্বতী সেজেছিলেন লাল রঙের বেনারসিতে। বিয়ের ছবি পোস্ট করে সত্যম ভট্টাচার্য লেখেন, ‘৯.৪.২০১৫-২২.১.২০২৪’।

কদিন আগেই জানিয়েছিলেন বিয়ে করছেন। দীর্ঘদিনের বান্ধবী শাশ্বতী সিংহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন। এবার দীর্ঘ প্রতিক্ষার পর এল সেই দিন। সোমবার সন্ধ্যায় নতুন জীবনে পা রাখলেন সত্যম ও শাশ্বতী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি। যেখানে বরের সাজে দেখা গেল সত্যম ভট্টাচার্যকে। আর শাশ্বতী সেজেছিলেন লাল রঙের বেনারসিতে। বিয়ের ছবি পোস্ট করে সত্যম ভট্টাচার্য লেখেন, ‘৯.৪.২০১৫-২২.১.২০২৪’। অর্থাৎ ২০১৫ থেকে যে সম্পর্কে আছেন তাঁরা তা জানালেন অভিনেতা।

সোমবার দক্ষিণ কলকাতায় বলেছিল বিয়ের আসর। অভিনেতার বন্ধুবান্ধব ছাড়াও টলিপাড়ায় উপস্থিত ছিলেন অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য সহ আরও অনেকে। পাত্রী শাশ্বতীও বিনোদন জগতের সঙ্গে যুক্ত। দুজনেই হিপোক্রিটস নাট্যদলের সদস্য। পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করেছে তাঁরা। ২০২২ সালে বল্লভপুরের রূপকথা ছবিতেও কাজ করেছেন সত্যম ভট্টাচার্য। সত্যম ভট্টাচার্য টলিউডের বেশ পরিচিত মুখ। এবার সাত পাকে বাঁধা পড়লেন সত্যম ভট্টাচার্য ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী। জাঁকজমক করে বিয়ে সাড়লেন। সব মিলিয়ে খবরে এলেন তাঁরা।

Latest Videos

 

 

এদিকে পর পর কদিন ধরে টলিউডে চলতে বিয়ের উৎসব। এদিকে ২০২৩ সালের শেষে সাত পাকে বাঁধা পড়েন পরমব্রত। তিনি বিয়ে করেন পিয়া চক্রবর্তীকে। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেন পরমব্রত। তারপরই বিয়ে করেন সুপর্ণা। পাত্র শুধু অন্য পেশার লোককে। তারপর বিয়ে করেন সন্দীপ্তা। পাত্র ওটিটি প্ল্যাটফর্মে কর্মরত। বছর শেষে বিয়ে করেন দর্শনা বনিক ও সৌরভ দাস। দুজনেই টলিউডের সদস্য। আর এবার সাত পাকে বাঁধা পড়লেন টলি তারকা সত্যম ভট্টাচার্য, প্রকাশ্যে এল নবদম্পতির ছবি। সোমবার বিয়ে করলেন অভিনেতা। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি।

 

 

আরও পড়ুন

‘কিচ্ছু দেখব না, শুধু মনে রাখব এটা’, ভাইরাল হল বিদীপ্তার সোশ্যাল মিডিয়া পোস্ট

আচমকা হাসপাতালে ভর্তি অভিনেতা সইফ আলি খান! গুরুতর কথা জানালেন চিকিৎসকরা

 

Share this article
click me!

Latest Videos

'Mamata Banerjee-কে আমি জেলে পাঠাবো!' Suvendu Adhikari-র চরম বার্তা! #shorts #shortsvideo
'মমতার নির্দেশেই BSF-এর সঙ্গে যৌথ অভিযানে যায় না এই পুলিশ' বিস্ফোরক দাবী Suvendu Adhikari-র
Rashifal 2025 : আজ একবার দেখেনিন, বছরের প্রথম দিনের সম্পূর্ণ রাশিফল | Ajker Rashifal | Astro Tips
তেলেঙ্গাবাগানে তুলকালাম! দুটি বাসের তুমুল রেষারেষি, তারপরেই ভয়ঙ্কর দুর্ঘটনা | Kolkata News
আচমকাই মমতার চালু করা লোকাল ট্রেন বন্ধ করে দিল রেল! বিক্ষোভ বেচারামের | Singur News Today